দেশের প্রথম চালকহীন মেট্রো! জানতে গেলে পড়তে হবেই

- আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
- / 74
পুবের কলম ওয়েব ডেস্ক: চালকহীন মেট্রো! তাও যাত্রীবাহী শুনতে অবাক লাগলেও এটাই সত্য এমনই কাণ্ড ঘটতে চলেছে এবার ভারতে।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেট্রো চলাচল শুরু হওয়া সময়ের অপেক্ষা মাত্র। তবে চালক নয়, মেট্রো নিয়ন্ত্রণ করবে বিশেষ সিগনাল।
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, চেন্নাইয়ে দুটি পর্যায়ে এই পরিষেবা চালু হবে। আর এই পরিষেবা চালু হলে এটি দেশের প্রথম চালকহীন মেট্রো পরিষেবা হবে।
চেন্নাই মেট্রোরেলের অধিকর্তা রাজেশ চতুর্বেদী জানিয়েছেন, চেন্নাই মেট্রোর পরিষেবা পুরোপুরি চালকবিহীন হবে। শুধুমাত্র সিগন্যালের উপর নির্ভর করে মেট্রো চলবে। এমনকি ২০২৬ সালের মধ্যেই এই পরিষেবা চালু করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
রাজেশ চর্তুর্বেদী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজটি দ্রুত গতিতে চললেও এটি কঠিন হবে।
কারণ দ্বিতীয় পর্যায় এই প্রকল্পকে তিনটি করিডরে ভাগ করা হয়েছে। এই পর্যায়ে ট্রেন চলবে মোট ১১৮.৯ কিলোমিটার। এই গোটা রেলপথে থাকবে ১২৮টি স্টেশন। যাত্রীদের সুবিধার জন্য টিকিট কাটার জন্য কিউআর কোড চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা অতিমারির পর থেকে চেন্নাইয়ের মেট্রোতে যাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বর্তমানে শহরে মাত্র ৪০টি সক্রিয় স্টেশন রয়েছে। তবে বর্তমানে মাত্র অর্ধেক শহরেই মেট্রো স্টেশন রয়েছে। তাই চেন্নাই শহরের সঙ্গে আশেপাশে সংযোগের অভাব রয়েছে।
তবে মেট্রো রেল ফেজ ২ প্রকল্পের কাজ পুরো চেন্নাই শহরে জুড়ে চলছে। পর্যায় ২ প্রকল্পটি শীঘ্রই শেষ হলে, চেন্নাই জুড়ে মেট্রো সংযোগ থাকবে।