২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমা দেশগুলোর একছত্র অধিপত্য কায়েমের দিন শেষ, সাংহাই শীর্ষ সন্মেলনে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপর পশ্চিমা দেশগুলোর একছত্র অধিপত্য কায়েম করার দিন শেষ হয়েছে। তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে শুরু হওয়া সাংহাই শীর্ষ সন্মেলনে এমনটাই বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসি।

রায়িসি বলেন, বিশ্ব এমন একটি যুগে প্রবেশ করেছে যেখানে একটি দেশের পক্ষ থেকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দিন শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ব্যবস্থা এখন স্বাধীনচেতা দেশগুলোর পক্ষে চলে যাচ্ছে এবং বহু মেরুকেন্দ্রীকতার দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে সন্ত্রাস, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট তার দেশকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নেশার কঠোর নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখন আর একটি বা দু’টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং স্বাধীনচেতা প্রতিটি দেশকে এর মুখোমুখি হতে হচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থার বেশিরভাগ দেশ মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য ১৯৯৬ সালের ২ জুন চীন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। পরবর্তীতে উজবেকস্তিান, পাকিস্তান ও ভারতকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিমা দেশগুলোর একছত্র অধিপত্য কায়েমের দিন শেষ, সাংহাই শীর্ষ সন্মেলনে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপর পশ্চিমা দেশগুলোর একছত্র অধিপত্য কায়েম করার দিন শেষ হয়েছে। তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে শুরু হওয়া সাংহাই শীর্ষ সন্মেলনে এমনটাই বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসি।

রায়িসি বলেন, বিশ্ব এমন একটি যুগে প্রবেশ করেছে যেখানে একটি দেশের পক্ষ থেকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দিন শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ব্যবস্থা এখন স্বাধীনচেতা দেশগুলোর পক্ষে চলে যাচ্ছে এবং বহু মেরুকেন্দ্রীকতার দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে সন্ত্রাস, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট তার দেশকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নেশার কঠোর নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখন আর একটি বা দু’টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং স্বাধীনচেতা প্রতিটি দেশকে এর মুখোমুখি হতে হচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থার বেশিরভাগ দেশ মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য ১৯৯৬ সালের ২ জুন চীন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। পরবর্তীতে উজবেকস্তিান, পাকিস্তান ও ভারতকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয়।