০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক ও সিরিয়াতে থামছেনা মৃত্যু মিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 51

 

পুবের কলম ওয়েবডেস্ক:– ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই তথ্য জানা যাচ্ছে। তবে ধ্বংসস্তুপের তলায় এখনও অনেকে আটকে আছেন ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

আরও পড়ুন: থামছে না মৃত্যু মিছিল, তুরস্ক -সিরিয়াতে নিহতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার

ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯৪ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জন। সিরিয়ায় নিহতদের বেশিরভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়াতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৭১৩

 

 

মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব এরদোগান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।

মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

The death march, is not stopping, in Turkey and Syria, the number of dead, has increased,  7 thousand 800 people

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্ক ও সিরিয়াতে থামছেনা মৃত্যু মিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:– ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই তথ্য জানা যাচ্ছে। তবে ধ্বংসস্তুপের তলায় এখনও অনেকে আটকে আছেন ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

আরও পড়ুন: থামছে না মৃত্যু মিছিল, তুরস্ক -সিরিয়াতে নিহতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার

ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯৪ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জন। সিরিয়ায় নিহতদের বেশিরভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়াতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৭১৩

 

 

মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব এরদোগান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।

মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

The death march, is not stopping, in Turkey and Syria, the number of dead, has increased,  7 thousand 800 people