২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম প্রতিবেদক: ওড়িশার পুরীতে প্রস্তাবিত বঙ্গ নিবাস নির্মাণের কাজ আরও একধাপ এগোল। নবান্নে জমা পড়েছে বঙ্গ নিবাস নির্মাণের নকশা।  নবান্ন সূত্রে খবর, চারটি সংস্থা নকশা জমা দিয়েছে। এই চারটি নকশার মধ্যে থেকে পছ¨ মতো একটি নকশা বেছে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পছন্দের অনুষযায়ী নির্মাণ কাজ শুরু হবে। এই বিষয়ে রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে নবান্নে বৈঠকে বসেন। দু’একর জায়গা জুড়ে বঙ্গনিবাস টি গড়ে উঠবে। বাংলার ঐতিহ্যময় শিল্পকলা দিয়ে বঙ্গনিবাস সাজিয়ে তোলা হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: পুরী-ভুবনেশ্বর-কটক থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীন পট্টনায়কের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন। পুরীতে বঙ্গনিবাস গড়তে দু’একর জায়গা দেওয়ার কথা ওড়িষা সরকারের তরফে জানানো হয় ।

আরও পড়ুন: ময়ূর-পদ্মের নকশা!  নতুন সংসদ ভবনে  থাকছে এই চমকে দেওয়া বৈশিষ্টগুলি

 

আরও পড়ুন: জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ওড়িশার পুরীতে প্রস্তাবিত বঙ্গ নিবাস নির্মাণের কাজ আরও একধাপ এগোল। নবান্নে জমা পড়েছে বঙ্গ নিবাস নির্মাণের নকশা।  নবান্ন সূত্রে খবর, চারটি সংস্থা নকশা জমা দিয়েছে। এই চারটি নকশার মধ্যে থেকে পছ¨ মতো একটি নকশা বেছে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পছন্দের অনুষযায়ী নির্মাণ কাজ শুরু হবে। এই বিষয়ে রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে নবান্নে বৈঠকে বসেন। দু’একর জায়গা জুড়ে বঙ্গনিবাস টি গড়ে উঠবে। বাংলার ঐতিহ্যময় শিল্পকলা দিয়ে বঙ্গনিবাস সাজিয়ে তোলা হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: পুরী-ভুবনেশ্বর-কটক থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীন পট্টনায়কের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন। পুরীতে বঙ্গনিবাস গড়তে দু’একর জায়গা দেওয়ার কথা ওড়িষা সরকারের তরফে জানানো হয় ।

আরও পড়ুন: ময়ূর-পদ্মের নকশা!  নতুন সংসদ ভবনে  থাকছে এই চমকে দেওয়া বৈশিষ্টগুলি

 

আরও পড়ুন: জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের