চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ব্রহ্মপুত্র মেল

- আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
- / 54
পুবের কলম, ওয়েবডেস্ক: রাতভর অবিরাম বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে বিডিও অফিসের সামনে গাছ পড়ে বিপত্তি। বড় গাছ উপড়ে পড়ে রেললাইনের ওপরে। ঠিক সেই সময় এনজেপি থেকে যাচ্ছিল ব্রহ্মপুত্র মেল। হঠাৎ করেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি-খলাইগ্রাম স্টেশনের মাঝে। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ব্রহ্মপুত্র মেল। স্থানীয়রা এসে সাহায্যে কাজে হাত লাগান। ভেঙে যাওয়া গাছের বড় অংশটিকে রেললাইনের উপর থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে তবুও গাছের আরও একটি বড় অংশ এখনও পর্যন্ত বিডিও অফিসের সামনে রাস্তার উপরে পড়ে রয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে, এনজিপি থেকে অসমের দিকে পথে যাচ্ছিল ব্রহ্মপুত্র মেল। তবে ট্রেনটি আচমকাই দাঁড়িয়ে পড়ে। প্রথমটায় যাত্রীরা সেই কারণ বুঝতে পারেননি কেন হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল ট্রেন।
এদিন প্রায় ঘণ্টাখানেক ব্রহ্মপুত্র মেল রেল লাইনের উপরে দাঁড়িয়ে ছিল বলে জানা যায়। যেহেতু বিডিও অফিসের সামনেই রেললাইন তাই প্রচন্ড বৃষ্টিতে মাটি আলগা হয়ে ওই বড় গাছটি উপড়ে যায়। বন্ধ হয়ে যায় বিডিও অফিসের সামনের রাস্তা এবং রেললাইন। পরে গাছের মাথার অংশটিকে কেটে পরিষ্কার করে দেন রেললাইনের ওপর থেকে। যার ফলে ফের গন্তব্যের পথে রওনা দেয় ব্রহ্মপুত্র মেল।