বাড়লো চলতি বিধানসভা অধিবেশনের মেয়াদ

- আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
- / 52
পুবের কলম প্রতিবেদক : বিধানসভায় শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। তাই পরিস্থিতির প্রয়োজনে এবার একদিন বাড়ানো হলো বিধানসভার চলতি শীতকালীন অধিবেশনের মেয়াদ।
এবছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। শেষ হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। বুধবার বিজনেস আডভাইসারি কমিটির বৈঠক হয় সেখানে উঠে আসে একাধিক বিষয়ে আলোচনা সহ দুই একটি বিল আনার প্রস্তাব। তাই চলতি শীতকালীন অধিবেশনের মেয়াদ একদিন বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করার সর্বসম্মত সিধান্ত নেওয়া হয়।
ইতিমধ্যেই রাজ্য তথা দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলছে। এখনো কিছু বিল পাশ ও আলোচনা পর্ব বাকি রয়েছে। অধিবেশনে বিধায়কদের প্রত্যেকদিন সময়মতো উপস্থিত থাকতে বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।