গাজায় মিলল গণকবরের সন্ধান, উদ্ধার ৩০০ পচাগলা মৃতদেহ

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার
- / 3
গাজা, ২৪ এপ্রিল: গাজায় মিলল আরও এক গণকবরের সন্ধান। গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। খান ইউনিস শহর থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পরই গণকবরের সন্ধান মেলে বলে খবর।
উদ্ধারকারীরা বেশকিছু মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা জানা যায়নি। তবে বেশিরভাগ মৃতদেহ পচে গিয়েছে। খান ইউনিসের সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান জানান, “নাসের মেডিকেল কমপ্লেক্সে পাওয়া গণকবর থেকে সোমবার ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দফায় দফায় নিয়ে মোট ২৮৩টি দেহ উদ্ধার হল।”
এদিকে, ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪,১৫১ জন নিহত হয়েছে। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কমপক্ষে আরও ৫৪ জন নিহত হয়েছে। ফলে সংখ্যা বেড়ে মোট ৩৪,১৫১ জনে দাঁড়িয়েছে।