চকোলেট কেনার বায়না, ৮ বছরের মেয়েকে মাথা থেঁতলে খুন বাবার

- আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান সময়ে মানুষের মধ্যে ক্রমশই সহ্য, ধৈর্য্য কমে যাচ্ছে তা বেশ কিছু ঘটনা থেকে সামনে আসছে। অনেক সময় ধৈর্য্যচ্যুতি নৃশংসতার রূপ নিচ্ছে। আর পাঁচটা মেয়ের মতোই বাবার কাছে চকোলেট কেনার জন্য আবদার করেছিল ৮ বছরের মেয়ের। বিরক্ত হয়ে মেয়েকে মাথায় পাথর, টাইলস দিয়ে আঘাত করে খুন করল বাবা। অভিযুক্ত বাবা মাদকাসক্ত বলে জানা গেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মেয়েক খুন করার পর অবশ্য পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে বাবা। তবে মেয়েকে খুন করার সাফাই দিতেও ছাড়েনি সে। পুলিশ অবশ্য অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিজের মেয়েকে হত্যা করার অভিযোগে ইন্দোর শহরের বাসিন্দা ৩৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাথর দিয়ে ৮ বছরের নাবালিকাটির মাথা থেঁতলে খুন করা হয়েছে।
ইন্দোরের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) রাজেশ কুমার সিং জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে রয়েছে সে। তার ওপর মেয়ে চকোলেট কিনে দেওয়ার জন্য বায়না করতে থাকে। মেয়ের বায়নায় অতিষ্ঠ হয়েই সে এই চরম সিদ্ধান্ত নেয়। বয়ানে অভিযুক্ত জানিয়েছে, শনিবার রাতে মেয়েকে নির্মীয়মাণ একটি বাড়িতে নিয়ে গিয়ে পাথর, টাইলস দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রী তার সঙ্গে থাকেন না। তিন বছর আগেই সেই স্বামী-সন্তানকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। নিতান্ত দ্ররিদ্র পরিবার। অভিযুক্তর মা ইন্দোরে একটি মন্দিরের সামনে ভিক্ষাবৃত্তি করেন। সেটা দিয়েই কোনক্রমে তাঁদের সংসার চলে। ধৃতের কাছ থেকে ভোটার কার্ড পাওয়া গিয়েছে। তবে রেশন কার্ড মেলেনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।