২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তালিবানের শাসনে কাবুলে প্রথম বাণিজ্যিক বিমানের অবতরণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালিবান। এরপর থেকে দেশটির সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ।  প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর কাবুল বিমানবন্দরে সোমবার ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল। জানা যায়,  মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার কাবুলে অবতরণ করেছে। সম্ভবত ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন।  মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন। এর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, ‘আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।’

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়ে তালিবানের কাবুল দখলের পর তাড়াহুড়ো করে বিদেশি নাগরিক ও দেশ ত্যাগে ইচ্ছুক আফগানদের উদ্ধার পরিচালনা কাজে কাবুল বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়। এরপর কাতারের সহায়তায় তালিবান পুনরায় সেই বিমানবন্দরটি চালু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবানের শাসনে কাবুলে প্রথম বাণিজ্যিক বিমানের অবতরণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালিবান। এরপর থেকে দেশটির সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ।  প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর কাবুল বিমানবন্দরে সোমবার ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল। জানা যায়,  মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার কাবুলে অবতরণ করেছে। সম্ভবত ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন।  মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন। এর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, ‘আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।’

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়ে তালিবানের কাবুল দখলের পর তাড়াহুড়ো করে বিদেশি নাগরিক ও দেশ ত্যাগে ইচ্ছুক আফগানদের উদ্ধার পরিচালনা কাজে কাবুল বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়। এরপর কাতারের সহায়তায় তালিবান পুনরায় সেই বিমানবন্দরটি চালু করেছে।