২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের রাজ্যে শুরু হতে চলেছে “দুয়ারে সরকার ” প্রকল্প

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন  ঘোষণার  ঠিক আগেই  দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়  সরকারের  মেগা হিট প্রকল্প  ছিল দুয়ারে সরকার। 

ফের রাজ্যে শুরু হতে চলেছে "দুয়ারে সরকার " প্রকল্প

তৃতীয় বার তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ফের আরেকবার শুরু হতে চলেছে “দুয়ারে সরকার ” প্রকল্প। চলতি বছর ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই প্রকল্প। এই প্রকল্পের বিস্তারিত তথ্য বিজ্ঞাপন এর মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই “দুয়ারে সরকার” প্রকল্পের আওতায় থাকবে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ প্রভৃতি। তবে এগুলির জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবেদন করতে হবে। আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জমির মালিকানা সংক্রান্ত সমস্যার আবেদনও করা যাবে এই প্রকল্পের মধ্যে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন।’’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রাজ্যে শুরু হতে চলেছে “দুয়ারে সরকার ” প্রকল্প

আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন  ঘোষণার  ঠিক আগেই  দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়  সরকারের  মেগা হিট প্রকল্প  ছিল দুয়ারে সরকার। 

ফের রাজ্যে শুরু হতে চলেছে "দুয়ারে সরকার " প্রকল্প

তৃতীয় বার তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ফের আরেকবার শুরু হতে চলেছে “দুয়ারে সরকার ” প্রকল্প। চলতি বছর ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই প্রকল্প। এই প্রকল্পের বিস্তারিত তথ্য বিজ্ঞাপন এর মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই “দুয়ারে সরকার” প্রকল্পের আওতায় থাকবে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ প্রভৃতি। তবে এগুলির জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবেদন করতে হবে। আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জমির মালিকানা সংক্রান্ত সমস্যার আবেদনও করা যাবে এই প্রকল্পের মধ্যে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন।’’