কাবুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের আফগান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- / 70
পুবের কলম, ওয়েবডেস্কঃ সোমবার বিশেষ সফরে কাবুলে অবতরণ করেছেন রাষ্ট্রসংঘের শাখা সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস। আফগান তালিবান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকের মূল উদ্দেশ্য আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও দেশটিকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তান সরকারের বাজেয়াপ্ত সম্পদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তালিবান ক্ষমতায় আসার পর বিশ্ব ব্যাঙ্ক ও মানিটারি ফান্ডের মতো সংস্থা বিদেশে মজুত আফগানিস্তানের রাষ্ট্রীয় অর্থ জব্দ করার ঘোষণা করেছিল। সেই সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করবে ‘হু’। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঘেব্রিয়াসুস ট্যুইটে লেখেন, ‘আফগানদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম দায়িত্ব। আমরা আফগানিস্তানে নিযুক্ত আমাদের কর্মী, স্বাস্থ্যসেবক ও তালিবান নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলব।’ উল্লেখ্য তালিবানের দখলে আফগানিস্তান যাওয়ার পর রাষ্ট্রসংঘের প্রথম কোনও শীর্ষ আধিকারিক কাবুল সফর করছেন। আফগান প্রধানমন্ত্রী আখুন্দের সঙ্গে দেখা করে দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে ‘হু’প্রধান ঘেব্রিয়াসুসের।





























