২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার
  • / 96

পুবের কলম প্রতিবেদক:  ডেঙ্গু-ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলি ও চিকিৎসকদের জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষার বিষয়টাতে এতটাই জোর দিতে হবে যাতে কোনও ডেঙ্গি বা ম্যালেরিয়ার ঘটনা চোখ এড়িয়ে না যায়, পরীক্ষায় যেন দেরিও না হয়। প্রত্যেক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে জ্বরে আক্রান্ত রোগীর হিসেব রাখা হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২ থেকে ৭ দিন জ্বরে অসুস্থ থাকলেও পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

এছাড়া মাথাব্যাথা, রক্তক্ষরণ, দেহে র‌্যাশ বেরনোর মতো উপসর্গ থাকলেই ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য দফতর। অর্থাৎ মশাবাহিত এই দুই রোগ নিয়ে যাতে কোনওরকম গা ছাড়া মনোভাব না দেখা যায়,  সে ব্যাপারেই সতর্ক করেছে রাজ্য।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

ডেঙ্গু মোকাকিলায় স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয় নবান্নে। নবান্নের বৈঠকের পরও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি দমনে নামতে চলেছে রাজ্য। সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয়েছে। ৯ হাজার চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ফিভার ক্লিনিকের ওপর জোর দেওয়ার কথাও ভাবা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর

আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  ডেঙ্গু-ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলি ও চিকিৎসকদের জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষার বিষয়টাতে এতটাই জোর দিতে হবে যাতে কোনও ডেঙ্গি বা ম্যালেরিয়ার ঘটনা চোখ এড়িয়ে না যায়, পরীক্ষায় যেন দেরিও না হয়। প্রত্যেক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে জ্বরে আক্রান্ত রোগীর হিসেব রাখা হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২ থেকে ৭ দিন জ্বরে অসুস্থ থাকলেও পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

এছাড়া মাথাব্যাথা, রক্তক্ষরণ, দেহে র‌্যাশ বেরনোর মতো উপসর্গ থাকলেই ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য দফতর। অর্থাৎ মশাবাহিত এই দুই রোগ নিয়ে যাতে কোনওরকম গা ছাড়া মনোভাব না দেখা যায়,  সে ব্যাপারেই সতর্ক করেছে রাজ্য।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

ডেঙ্গু মোকাকিলায় স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয় নবান্নে। নবান্নের বৈঠকের পরও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি দমনে নামতে চলেছে রাজ্য। সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয়েছে। ৯ হাজার চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ফিভার ক্লিনিকের ওপর জোর দেওয়ার কথাও ভাবা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী