১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে সর্বোচ্চ বিদেশি মুসল্লির উমরাহ পালন ২০২৩ সালে

সামিমা এহসানা
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 117

পুবের কলম ওয়েব ডেস্ক: আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে সর্বোচ্চ সংখ্যক বিদেশি মুসল্লি উমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। ২০২২ সালে যে সংখ্যক মুসল্লি উমরাহ পালন করেছেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি এই ধর্মীয় রীতি পালন করেছেন। সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী বলেন, গত বছর সউদির বাইরে থেকে মক্কায় এসে উমরাহ করেছেন ১ কোটি ৩৫ লক্ষ মুসল্লি। তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে কিছু ভালো ও অসাধারণ তথ্য জানাচ্ছি। ২০১৯ সালে বিদেশ থেকে উমরাহ করতে সউদি এসেছিলেন ৮৫ লক্ষ মুসল্লি। নতুন ব্যবস্থাপনায় ২০২৩ সালে এটি ১ কোটি ৩৫ লক্ষে উন্নীত হয়েছে।’ সউদির হজ ও উমরাহ মন্ত্রী জানান, ১.৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।
প্রসঙ্গত, বছরের যে কোনও সময় উমরাহ করা যায়। হজের মতো এটির নির্দিষ্ট সময়সীমা নেই। সাম্প্রতিক মাসগুলোতে উমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সউদি আরব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাসে সর্বোচ্চ বিদেশি মুসল্লির উমরাহ পালন ২০২৩ সালে

আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে সর্বোচ্চ সংখ্যক বিদেশি মুসল্লি উমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। ২০২২ সালে যে সংখ্যক মুসল্লি উমরাহ পালন করেছেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি এই ধর্মীয় রীতি পালন করেছেন। সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী বলেন, গত বছর সউদির বাইরে থেকে মক্কায় এসে উমরাহ করেছেন ১ কোটি ৩৫ লক্ষ মুসল্লি। তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে কিছু ভালো ও অসাধারণ তথ্য জানাচ্ছি। ২০১৯ সালে বিদেশ থেকে উমরাহ করতে সউদি এসেছিলেন ৮৫ লক্ষ মুসল্লি। নতুন ব্যবস্থাপনায় ২০২৩ সালে এটি ১ কোটি ৩৫ লক্ষে উন্নীত হয়েছে।’ সউদির হজ ও উমরাহ মন্ত্রী জানান, ১.৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।
প্রসঙ্গত, বছরের যে কোনও সময় উমরাহ করা যায়। হজের মতো এটির নির্দিষ্ট সময়সীমা নেই। সাম্প্রতিক মাসগুলোতে উমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সউদি আরব।