২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 226
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ২০২৬ সালের পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমযান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।
প্রসঙ্গত,রমযান হল ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ মাসে মুসলমানরা ফজরের (ভোরের) আগে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। সূর্যাস্তের পরে ইফতারের মাধ্যমে তা ভাঙেন। রমযান মাসে পবিত্র কুরআন শরিফ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব বেড়ে যায়।
রমযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।
এ ছাড়া এ মাসে মুসলিম সমাজে দান-সদকা, ইফতার আয়োজন ও দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ে।
রমযান শেষে উদযাপন করা হয় ঈদ উল ফিতর। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন সকালে বিশেষ নামায আদায় ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।