অনশন প্রত্যাহার নয়, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জানালেন ডিএ আন্দোলনকারীরা
ইমামা খাতুন
- আপডেট :
১২ মার্চ ২০২৩, রবিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: আপাতত অনশন আন্দোলন প্রত্যাহার নয়। রবিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়ে দিলেন ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিরা। রবিবার রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সাক্ষাতেও এদিন কোনও রফাসূত্র মেলেনি। আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা, সরকারপক্ষ আলোচনায় না বসলে অনশন প্রত্যাহার করা হবে না।
রবিবার বেলা ১১টার নাগাদ রাজভবনে যান ডিএ আন্দোলনকারীদের ৫ সদস্যের এক প্রতিনিধি দল। প্রায় ১৫ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলার পর বেরিয়ে আসেন তাঁরা। আন্দোলনকারীদের প্রতিনিধিদল বাইরে এসে জানান, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাঁরা আবেদন জানিয়েছেন ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক চান আন্দোলনকারীরা। রাজ্যপাল সেই বৈঠক আয়োজনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাজ্যপালের তরফে টুইট করে ডিএ আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার আবেদন জানানো হয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। টুইটে সিভি আনন্দ বোস লেখেন, ‘রাজ্যপাল গভীর ভাবে ব্যথিত যে, সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। সমস্যা জটিল হতে পারে কিন্তু সব সময় সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাঁরা তাঁদের হৃদয়ের কাছাকাছি একটি কারণের জন্য অনশন করে চলেছেন। ‘রাজভবনের তরফে আন্দোলনকারীদের অবিলম্বে অনশন তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বার করার জন্য অনুরোধ করেন তিনি।’