খোরপোশ দাবি করায় বিচারকের সামনে স্ত্রীর মাথা ফাটালেন স্বামী
ইমামা খাতুন
- আপডেট :
২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্ক: বিবাহ-বিচ্ছেদ মামলার শুনানি চলাকালীন স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। বিচারকের সামনেই হেলমেট দিয়ে মেরে স্ত্রীর মাথা ফাটালেন স্বামী। ঘটনার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে মেঝে তে পড়ে যান ওই বধূ। ঘটনায় হকচকিয়ে যায় এজলাসে উপস্থিত সকলেই। ওড়িশার বালাসোরের একটি পারিবারিক আদালত চত্বরে ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, মঙ্গলবার রতিকান্ত পানিগ্রাহী এবং তাঁর স্ত্রী রশ্মিপ্রভা পানিগ্রাহীর বিবাহবিচ্ছেদের মামলা শুনানি ছিল। শুনানিতে খোরপোষ সংক্রান্ত দাবি তুলেছিলেন রশ্মিপ্রভা। খোরপোশের কথা শুনেই মেজাজ হারান রতিকান্ত। রেগে গিয়ে ভরা এজলাসের মধ্যে হেলমেট নিয়ে স্ত্রীর মাথা ফাটান বলে অভিযোগ। ঘটনায় হতবাক হয়ে পড়েন আদালতে উপস্থিত সকলে। পুলিশকর্মী এবং নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। দু’হাতে মাথা ধরে সেখানে লুটিয়ে পড়েন তাঁর স্ত্রী। জ্ঞান হারান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০২০ থেকে রতিকান্ত ও রশ্মিপ্রভার মধ্যেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই ঘটনায় মুখ খুলেছেন এই দম্পতির মেয়ে। তাঁর অভিযোগ, এর আগেও রশ্মিপ্রভাকে মারধর করেছেন রতিকান্ত।