রামনবমীতে বুর্জ খালিফায় শ্রীরামের ছবি প্রদর্শিত হয়নি
ইমামা খাতুন
- আপডেট :
৯ এপ্রিল ২০২৩, রবিবার
- / 16
পুবের কলম,ওয়েবডেস্ক: সোশাল মিডিয়ায় বুর্জ খালিফার একটি ছবি দ্রুত ভাইরাল হয়। ছবিতে দেখা যায় ভগবান শ্রীরামের ছবি। এই ছবিটি শেয়ার করে দাবি করা হয়, রামনবমী উপলক্ষ্যে বুর্জ খালিফায় শ্রীরামের ছবি প্রদর্শিত হয়েছে। বিশ্বাস নিউজ তার তদন্তে সত্যটা উদঘাটন করে ছবিটি ফেক। ভাইরাল হওয়া শ্রীরামের ছবিটি এডিটিং টুলসের সাহায্যে তৈরি করা হয়েছে।
ফেসবুক ইউজার কেশব মূর্তি নাদরাজ ৪ এপ্রিল, ২০২৩-এ এই ছবিটি শেয়ার করেন। ছবিটি শেয়ার করে ইংরাজি ক্যাপশানে তিনি লেখেন, ‘দুবাইতে এভাবেই শ্রীরামকে সম্মান দেওয়া হয়েছে। রামনবমী উপলক্ষ্যে বুর্জ খালিফায় শ্রীরামের একটি বড় প্রতিকৃতি প্রদর্শন করা হয়েছিল। এরপরই বিশ্বাস নিউজ ভাইরাল দাবির সত্যতা জানতে প্রথমে গুগুল সার্চ করে। তারা জানায়, এ ধরনের কোনও খবর মেলেনি, যাতে প্রমাণ হয় বুর্জ খালিফায় রামনবমী উপলক্ষ্যে শ্রীরামের ছবি প্রদর্শিত হয়েছে।
এরপর বিশ্বাস মিডিয়া বুর্জ খালিফার সব সোশাল মিডিয়া অ্যাকাউন্ট স্ক্র্যাব করেও দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনও পোস্ট দেখিনি। এরপর গুগল রিভার্স ইমেজে সার্চ করে আসল ইমেজ স্টক রাখা ওয়েবসাইট আইস্টক এবং অ্যাডোব স্টকে আসল ছবিটি মেলে। এই ভাইরাল ছবি সম্পর্কে আরও নিশ্চিত হতে তারা দুবাইয়ের সাংবাদিক মজহর ফারুকিকে ট্যুইট করে যোগাযোগ করি। ফারুকি জানান ভাইরালের দাবি মিথ্যে। ছবিটি এডিট করে বানানো হয়েছে। বুর্জ খালিফায় ভগবান শ্রীরামের ছবি দেখানোর খবর ভুয়ো।