স্কুলের পড়ুয়াদের নিয়ে নির্মল বিদ্যালয় অভিযান কর্মসূচির নির্দেশ শিক্ষা দফতরের

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 14
পুবের কলম প্রতিবেদকঃ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ি থেকে শুরু করে শিক্ষা-প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখা পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সকলের ভূমিকা রয়েছে। পড়ুয়া-সহ শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবার নির্মল বিদ্যালয় অভিযান কর্মসূচির নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
স্কুলের পড়ুয়ারা দল গঠন করে কেন নিরাপদ পানীয় জল ব্যবহার জরুরি, তা নিয়ে আলোচনা করবে। শিক্ষকদের নেতৃত্বে এলাকার কতগুলি পরিবার সুলভ শৌচাগার ব্যবহার করেন। ওই রিপোর্ট স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা প্রধানের কাছে তুলে ধরবে খুদে পড়ুয়ারা। এই কাজে স্থানীয় পঞ্চায়েত ও সহায়তা করবে।
এছাড়াও স্কুল-পড়ুয়াদের বাড়িতে ‘শৌচাগার’ রয়েছে কি-না, সেসব তথ্য নিয়ে ‘নির্মল রেজিস্টার’ তৈরি করার কথাও জানিয়ে দেওয়া হয়। বাড়িতে শৌচাগার তৈরির জন্য পড়ুয়াদের মাধ্যমে অভিভাবকদের উৎসাহিত করা, সচেতনতা বাড়াতে প্রচার, পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়।