পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেলেন উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে। একইসঙ্গে বেশ কিছু শর্তও আরোপ করেছে আদালত। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিযুক্ত দিল্লি ছেড়ে বাইরে যেতে পারবে না। নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যেও প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ জুনে গণ-ধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। আইনি কোনও পদক্ষেপ না নেওয়ায় ২০১৮ সালের ৮ এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উলটে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার।
উন্নাও ধর্ষণকাণ্ডে ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয় বহিষ্কৃত বিজেপি বিধায়ক। কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এবার সেই মামলায় জামিন পেলেন তিনি। এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বিচারাধীন আদালতে কুলদীপের পাসপোর্ট জমা রাখতে হবে। প্রত্যেক সোমবার তাঁকে হাজিরা দিতে হবে। কোনও শর্তের লঙ্ঘন হলে জামিন বাতিল করা হবে।





























