২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 83

পুবের কলম প্রতিবেদক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যে আবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জেলার ২ সাংসদ ও বিধায়কদের নিয়ে কোর কমিটি গড়েছে তৃণমূল। তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বৈঠক সারছেন। বীরভূমে পঞ্চায়েতভোট নিয়ে জেলার শীর্ষ নেতাদের  নিয়ে আগামী ২৫ নভেম্বর কলকাতার ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা হতে পারে সংগঠন মজবুত করতে কী কী পদক্ষেপ করা হবে। পঞ্চায়েত ভোটের রূপরেখা তৈরি হতে পারে এদিনের বৈঠকে।

এর আগেও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হয়নি বীরভূমের নেতৃত্বের সঙ্গে। তাই এবার অনুব্রতহীন বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অভিষেক। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি অনুব্রতর গ্রেফতারির পর থেকে জেলায় দলের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হবে। ডাকা হয়েছে বীরভূমের ১০ তৃণমূল বিধায়ককে। পাশাপাশি জেলার শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে বলে খবর। বিধানসভা অধিবেশন চলছে ফলে বিধায়করা ইতিমধ্যে কলকাতায় রয়েছেন। বৈঠকের দিনে সকালে শাখা সংগঠনের নেতারাও থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

উল্লেখ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে করার কথা বলেছেন। বীরভূমে ভোট হয় না বলে অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এবার শান্তিতে ভোটপর্ব মেটানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

কিন্তু তৃণমূল জেলা সভাপতির অনুপস্থিতিতে এবার বিরোধীরা প্ররোচনা, উসকানি দিতে পারে বলে আশঙ্কা। যার জেরে অশান্ত হতে পারে বীরভূম। অভিষেকের সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গটি ওঠার সম্ভাবনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যে আবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জেলার ২ সাংসদ ও বিধায়কদের নিয়ে কোর কমিটি গড়েছে তৃণমূল। তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বৈঠক সারছেন। বীরভূমে পঞ্চায়েতভোট নিয়ে জেলার শীর্ষ নেতাদের  নিয়ে আগামী ২৫ নভেম্বর কলকাতার ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা হতে পারে সংগঠন মজবুত করতে কী কী পদক্ষেপ করা হবে। পঞ্চায়েত ভোটের রূপরেখা তৈরি হতে পারে এদিনের বৈঠকে।

এর আগেও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হয়নি বীরভূমের নেতৃত্বের সঙ্গে। তাই এবার অনুব্রতহীন বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অভিষেক। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি অনুব্রতর গ্রেফতারির পর থেকে জেলায় দলের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হবে। ডাকা হয়েছে বীরভূমের ১০ তৃণমূল বিধায়ককে। পাশাপাশি জেলার শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে বলে খবর। বিধানসভা অধিবেশন চলছে ফলে বিধায়করা ইতিমধ্যে কলকাতায় রয়েছেন। বৈঠকের দিনে সকালে শাখা সংগঠনের নেতারাও থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

উল্লেখ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে করার কথা বলেছেন। বীরভূমে ভোট হয় না বলে অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এবার শান্তিতে ভোটপর্ব মেটানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

কিন্তু তৃণমূল জেলা সভাপতির অনুপস্থিতিতে এবার বিরোধীরা প্ররোচনা, উসকানি দিতে পারে বলে আশঙ্কা। যার জেরে অশান্ত হতে পারে বীরভূম। অভিষেকের সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গটি ওঠার সম্ভাবনা।