০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোভিডবিধি মেনে নতুন বছরে সকলকে উৎসব উদযাপনের বার্তা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো বছরকে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। গঙ্গাসাগর থেকে ফেরার পথেই আমজনতাকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও রাজ্যবাসীকে ফের সচেতনতার বার্তা দিয়ে উৎসব উদযাপনে কোভিডবিধি মেনে চলার বার্তা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পথ চলা শুরু নতুন বছর ২০২২-এর। রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটে রাজ্যবাসীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা! ২০২২ এমন একটি বছর হতে চলেছে যা আপনার জীবনকে শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে। সবার স্বপ্ন সত্যি হোক। ঈশ্বর আপনাদের এবং আপনার প্রিয়জনকে আশীর্বাদ করুন। উৎসব উদযাপনেও কোভিড বিধি মানতে ভুলবেন না’।

শুক্রবার  ২০২১ সালের শেষ দিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার।  স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী,  রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৫৪ জন। অর্থাৎ, প্রায় ২ হাজার।  কলকাতায় গত সোমবার আক্রান্ত ছিলেন ২০৪ জন। তিন দিনের মধ্যে জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারের কাছে। করোনার পাশাপাশি ওমিক্রন আরও আতঙ্ক বাড়িয়ে তুলেছে রাজ্যবাসীর। ভারতেও ইতিমধ্যেই ১৪৩১ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। রাজ্যের অবস্থা দেখে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন প্রয়োজনে কনটেনমেন্ট জোন করা হতে পারে। মেয়র ফিরহাদ হাকিমও জানিয়েছেন, ৫ থেকে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে সেই এলাকায় কনটেনমেন্ট জোন করা হবে। তবে অযথা আতঙ্কের প্রয়োজন নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিডবিধি মেনে নতুন বছরে সকলকে উৎসব উদযাপনের বার্তা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো বছরকে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। গঙ্গাসাগর থেকে ফেরার পথেই আমজনতাকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও রাজ্যবাসীকে ফের সচেতনতার বার্তা দিয়ে উৎসব উদযাপনে কোভিডবিধি মেনে চলার বার্তা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পথ চলা শুরু নতুন বছর ২০২২-এর। রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটে রাজ্যবাসীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা! ২০২২ এমন একটি বছর হতে চলেছে যা আপনার জীবনকে শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে। সবার স্বপ্ন সত্যি হোক। ঈশ্বর আপনাদের এবং আপনার প্রিয়জনকে আশীর্বাদ করুন। উৎসব উদযাপনেও কোভিড বিধি মানতে ভুলবেন না’।

শুক্রবার  ২০২১ সালের শেষ দিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার।  স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী,  রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৫৪ জন। অর্থাৎ, প্রায় ২ হাজার।  কলকাতায় গত সোমবার আক্রান্ত ছিলেন ২০৪ জন। তিন দিনের মধ্যে জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারের কাছে। করোনার পাশাপাশি ওমিক্রন আরও আতঙ্ক বাড়িয়ে তুলেছে রাজ্যবাসীর। ভারতেও ইতিমধ্যেই ১৪৩১ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। রাজ্যের অবস্থা দেখে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন প্রয়োজনে কনটেনমেন্ট জোন করা হতে পারে। মেয়র ফিরহাদ হাকিমও জানিয়েছেন, ৫ থেকে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে সেই এলাকায় কনটেনমেন্ট জোন করা হবে। তবে অযথা আতঙ্কের প্রয়োজন নেই।