০৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হোলির দিনে ১২ রাজ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম বিভাগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্ক:  করোনার দাপট মিটতেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অ্যাডিনোভাইরাস। বিশেষ করে এই ভাইরাসটি কাবু করে ফেলছে শিশুদের। তবে বড়রাও যে এর থেকে নিস্তার পাচ্ছেন তেমনটা নয়। এবার সেই অ্যাডিনো ভাইরাস আতঙ্কের মাঝেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম বিভাগ। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, মধ্যপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা,  দিল্লিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ৫ দিনে বজ্রপাত এবং বৃষ্টির সতর্কতা জারি করে ১২ রাজ্যকে সতর্ক করল আবহাওয়া দফতর। সেইসঙ্গে বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। ছত্তিশগড়ে প্রধানত আকাশ মেঘলা থাকবে। পঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। রাজধানী দিল্লিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে এলাকায় ৩ দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম বিভাগ। কিছুটা হলেও কমবে গরমের দাপট। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়কে প্রভাবিত করছে।

এরই মধ্যে পশ্চিম হিমালয়ের নিম্ন স্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। গুজরাত এবং সংলগ্ন রাজস্থানের উপর এই ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে, এই অঞ্চলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি এর প্রভাব পড়বে মধ্য ভারতেও। রাজস্থানের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে মধ্য মহারাষ্ট্রের দিকে ছুটছে এই ঘূর্ণিঝড়। এর জেরে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। অন্যদিকে, উত্তরপ্রদেশে শীঘ্রই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। একই সঙ্গে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির  সম্ভাবনাও রয়েছে।

বিহারে তাপমাত্রা বাড়বে। ফাল্গুন বাতাসের পাশাপাশি তাপপ্রবাহ দেখা যাচ্ছে এই রাজ্যে। হোলির পর প্রচণ্ড গরমের অনুভূতি হবে বলেও মনে করছেন আবহাওয়ানবিদরা। আবহাওয়ার এই ধরনের খামখেয়ালীপনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোলির দিনে ১২ রাজ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম বিভাগ

আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  করোনার দাপট মিটতেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অ্যাডিনোভাইরাস। বিশেষ করে এই ভাইরাসটি কাবু করে ফেলছে শিশুদের। তবে বড়রাও যে এর থেকে নিস্তার পাচ্ছেন তেমনটা নয়। এবার সেই অ্যাডিনো ভাইরাস আতঙ্কের মাঝেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম বিভাগ। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, মধ্যপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা,  দিল্লিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ৫ দিনে বজ্রপাত এবং বৃষ্টির সতর্কতা জারি করে ১২ রাজ্যকে সতর্ক করল আবহাওয়া দফতর। সেইসঙ্গে বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। ছত্তিশগড়ে প্রধানত আকাশ মেঘলা থাকবে। পঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। রাজধানী দিল্লিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে এলাকায় ৩ দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম বিভাগ। কিছুটা হলেও কমবে গরমের দাপট। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়কে প্রভাবিত করছে।

এরই মধ্যে পশ্চিম হিমালয়ের নিম্ন স্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। গুজরাত এবং সংলগ্ন রাজস্থানের উপর এই ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে, এই অঞ্চলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি এর প্রভাব পড়বে মধ্য ভারতেও। রাজস্থানের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে মধ্য মহারাষ্ট্রের দিকে ছুটছে এই ঘূর্ণিঝড়। এর জেরে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। অন্যদিকে, উত্তরপ্রদেশে শীঘ্রই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। একই সঙ্গে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির  সম্ভাবনাও রয়েছে।

বিহারে তাপমাত্রা বাড়বে। ফাল্গুন বাতাসের পাশাপাশি তাপপ্রবাহ দেখা যাচ্ছে এই রাজ্যে। হোলির পর প্রচণ্ড গরমের অনুভূতি হবে বলেও মনে করছেন আবহাওয়ানবিদরা। আবহাওয়ার এই ধরনের খামখেয়ালীপনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।