০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকো ম্যাচই এখন আর্জেন্টিনার  কাছে ফাইনাল, মারাদোনার ছবি পোস্ট করলেন মেসি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 13

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলের হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচই জিততে হবে আলবিসেলেস্তেদের। একটি হার কিংবা ড্রও ছিটকে দিতে পারে তাদের।আর্জেন্টিনা শিবির সেটা ভালো করেই জানে। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লওতারো মার্টিনেজ জানালেন, তারা মেক্সিকো ম্যাচকে ‘ফাইনাল’ ধরে খেলবেন।মার্টিনেজ বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা নিজেদের ওপর কতটা বিশ্বাস রাখছি, এই ম্যাচটিই ঠিক করে দেবে।’আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ করেন, ‘মানসিকভাবে সেটা (সৌদির কাছে হার) আমাদের জন্য ছিল বড় ধাক্কা। তবে আমরা শক্তিশালী একটা দল যারা একতাবদ্ধ আছি।’

‘আমাদের শান্ত থাকতে হবে। সেই ধাক্কা কাটিয়ে সামনের কথা ভাবতে হবে। আমাদের সামনে এখন মেক্সিকো। আমরা তাই জয়ের দিকেই ফোকাস করছি, অন্য কিছুতে নয়।’সৌদি আরবের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাই আক্রমণে এগিয়ে ছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তিনটি গোল বাতিল হয় তাদের। লওতারো মনে করছেন, তারা ভুল করেছেন।আর্জেন্টাইন তারকার কথা, ‘আমরা আশাবাদী। আমরা হেরেছিলাম ছোটখাটো ভুলের জন্য। এটা আমাদেরই ভুল। তবে আমরা পরের ম্যাচের প্রতিপক্ষ নিয়ে গবেষণা করেছি। আমার মনে হয় আমরা প্রস্তুত।’

 

এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবল ঈশ্বর প্রয়াত দিয়েগো মারাদোনার ছবিও পোস্ট করেন মেসি। ২০১০ সালের বিশ্বকাপে দিয়েগো তখন আর্জেন্টিনার কোচ  সবসময় আগলে রাখতেন লিওকে । কোনরকম সমালোচনার ধাক্কায় যেন খেলা থেকে ফোকাস না নড়ে যায় লিওর সেটাই দেখতেন মারাদোনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেক্সিকো ম্যাচই এখন আর্জেন্টিনার  কাছে ফাইনাল, মারাদোনার ছবি পোস্ট করলেন মেসি

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলের হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচই জিততে হবে আলবিসেলেস্তেদের। একটি হার কিংবা ড্রও ছিটকে দিতে পারে তাদের।আর্জেন্টিনা শিবির সেটা ভালো করেই জানে। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লওতারো মার্টিনেজ জানালেন, তারা মেক্সিকো ম্যাচকে ‘ফাইনাল’ ধরে খেলবেন।মার্টিনেজ বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা নিজেদের ওপর কতটা বিশ্বাস রাখছি, এই ম্যাচটিই ঠিক করে দেবে।’আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ করেন, ‘মানসিকভাবে সেটা (সৌদির কাছে হার) আমাদের জন্য ছিল বড় ধাক্কা। তবে আমরা শক্তিশালী একটা দল যারা একতাবদ্ধ আছি।’

‘আমাদের শান্ত থাকতে হবে। সেই ধাক্কা কাটিয়ে সামনের কথা ভাবতে হবে। আমাদের সামনে এখন মেক্সিকো। আমরা তাই জয়ের দিকেই ফোকাস করছি, অন্য কিছুতে নয়।’সৌদি আরবের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাই আক্রমণে এগিয়ে ছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তিনটি গোল বাতিল হয় তাদের। লওতারো মনে করছেন, তারা ভুল করেছেন।আর্জেন্টাইন তারকার কথা, ‘আমরা আশাবাদী। আমরা হেরেছিলাম ছোটখাটো ভুলের জন্য। এটা আমাদেরই ভুল। তবে আমরা পরের ম্যাচের প্রতিপক্ষ নিয়ে গবেষণা করেছি। আমার মনে হয় আমরা প্রস্তুত।’

 

এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবল ঈশ্বর প্রয়াত দিয়েগো মারাদোনার ছবিও পোস্ট করেন মেসি। ২০১০ সালের বিশ্বকাপে দিয়েগো তখন আর্জেন্টিনার কোচ  সবসময় আগলে রাখতেন লিওকে । কোনরকম সমালোচনার ধাক্কায় যেন খেলা থেকে ফোকাস না নড়ে যায় লিওর সেটাই দেখতেন মারাদোনা।