০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্য শূকরের হাত থেকে নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 57

পুবের কলম ওয়েবডেস্ক: কথিত আছে মায়ের থেকে আপন এই দুনিয়াতে আর কেউ নেই। মা-সন্তানের মধ্যকার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। যেখানে কোনও শর্ত বা স্বার্থ কিছুই থাকে না।

সন্তান-সন্ততিদের জীবনে কোনও বিপদ এলে আগে ছুটে যায় একজন মা’ই।  সন্তানদের রক্ষার্থে  নিজের জীবনকে বিপন্ন করতেও রাজি থাকে সেই। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী থাকল  ছত্তিশগড় কোবরা জেলা। নিজের জীবন দিয়ে  মেয়ের প্রাণ বাঁচালেন মা।

সম্প্রতি জঙ্গলের ধারে জমিতে চাষ করতে গিয়েছিলেন ওই মহিলা। তিনি যখন মাটি কাটছিলেন তখন এক বন্য শূকর তেড়ে আসে তাঁর ১১ বছরের মেয়ের দিকে। কিন্তু বন্য জন্তুর আক্রমণে ঘাবড়ে যাননি ওই মহিলা। হাতের কোদাল দিয়েই তিনি রুখে দাঁড়ান হিংস্র জন্তুর বিরুদ্ধে। তা দিয়েই কাবু করেন বন্য শূকরকে।

যদিও এই লড়াইয়ে গুরুতর আহত হন ৪৫ বছরের মহিলা। সেই আঘাতের জেরে মৃত্যুও হয়েছে ওই মহিলার। তবে তাঁর মেয়ে অক্ষত রয়েছে। কোনও আঘাতই পায়নি সে। নিজের প্রাণকে বাজি রেখে মেয়ের জীবন সুরক্ষিত করলেন মা। ছত্তিশগড়ের বনদফতর এই তথ্য নিশ্চিত করেছে।

বনদফতর সূত্রে খবর, মৃত মহিলার নাম দুবাশ্রিয়া বাই। তাঁর মেয়ের নাম রিঙ্কি। খবর পাওয়া মাত্রই বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তাঁরা দেহ  উদ্ধার করেন। এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ইতিমধ্যেই মৃত মহিলার পরিবারকে বন দফতরের তরফে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। নথির কাজ শেষ হলে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্য শূকরের হাত থেকে নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কথিত আছে মায়ের থেকে আপন এই দুনিয়াতে আর কেউ নেই। মা-সন্তানের মধ্যকার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। যেখানে কোনও শর্ত বা স্বার্থ কিছুই থাকে না।

সন্তান-সন্ততিদের জীবনে কোনও বিপদ এলে আগে ছুটে যায় একজন মা’ই।  সন্তানদের রক্ষার্থে  নিজের জীবনকে বিপন্ন করতেও রাজি থাকে সেই। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী থাকল  ছত্তিশগড় কোবরা জেলা। নিজের জীবন দিয়ে  মেয়ের প্রাণ বাঁচালেন মা।

সম্প্রতি জঙ্গলের ধারে জমিতে চাষ করতে গিয়েছিলেন ওই মহিলা। তিনি যখন মাটি কাটছিলেন তখন এক বন্য শূকর তেড়ে আসে তাঁর ১১ বছরের মেয়ের দিকে। কিন্তু বন্য জন্তুর আক্রমণে ঘাবড়ে যাননি ওই মহিলা। হাতের কোদাল দিয়েই তিনি রুখে দাঁড়ান হিংস্র জন্তুর বিরুদ্ধে। তা দিয়েই কাবু করেন বন্য শূকরকে।

যদিও এই লড়াইয়ে গুরুতর আহত হন ৪৫ বছরের মহিলা। সেই আঘাতের জেরে মৃত্যুও হয়েছে ওই মহিলার। তবে তাঁর মেয়ে অক্ষত রয়েছে। কোনও আঘাতই পায়নি সে। নিজের প্রাণকে বাজি রেখে মেয়ের জীবন সুরক্ষিত করলেন মা। ছত্তিশগড়ের বনদফতর এই তথ্য নিশ্চিত করেছে।

বনদফতর সূত্রে খবর, মৃত মহিলার নাম দুবাশ্রিয়া বাই। তাঁর মেয়ের নাম রিঙ্কি। খবর পাওয়া মাত্রই বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তাঁরা দেহ  উদ্ধার করেন। এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ইতিমধ্যেই মৃত মহিলার পরিবারকে বন দফতরের তরফে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। নথির কাজ শেষ হলে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।