০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আশ্রয়হীনদের জন্য রাত্রিনিবাসের সংখ্যা বাড়াচ্ছে পুরসভা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার
  • / 39

পুবের কলম প্রতিবেদকঃ শহরে বাড়ছে আশ্রয়হীনদের সংখ্যা। তাঁদের কথা মাথায় রেখে এবার রাত্রি নিবাসের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা পুরসভা। নতুন করে শহরে আরও পাঁচটি রাত্রি নিবাস তৈরির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ২ টো ডিপিআর হয়ে গিয়েছে। নতুন অর্থবর্ষেই এই রাত্রি নিবাসগুলি চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

রাত্রি নিবাসের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে কলকাতা পুরসভার নিজেস্ব ৮ টি রাত্রিনিবাস রয়েছে। এখানে মোট ৬৫০ জন থাকেন। অন্যদিকে তিনি জানাচ্ছেন ২০১৭-১৮ সালের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কলকাতায় আশ্রয়হীনদের সংখ্যা ৭ হাজার।

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে আশ্রয়হীনদের জন্য উন্নয়ণে রাজ্য সরকারের এত ব্যবস্থা থাকা স্বত্বেও তাহলে গাফিলতিটা কাদের! পুরসভা সূত্রে খবর, বর্তমানে ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য ৪৬ টি নাইট সেন্টার বা শেল্টার রয়েছে কলকাতায়। এর মধ্যে পুরসভার নিজস্ব ৮টি নাইট সেন্টার রয়েছে। বাকিগুলি রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতরের। যদিও সেগুলি পরিচালনা করে কলকাতা পুরসভাই। কিন্তু এত ব্যবস্থা থাকা সত্বেও শহরে ঝুপড়ি উচ্ছেদ করা যায়নি। যত্রতত্র অস্থায়ীভাবে প্লাস্টিক টাঙিয়ে এখনও ফুটপাথে চলছে বসবাস। শুধুতাই নয়, বেশ কিছু জায়গায় রীতিমতো সংসার গড়ে উঠেছে ফুটপাথে। এর ফলে যেমন ফুটপথের জায়গা আটকেছে তার সঙ্গেই আবর্জনা থেকে ছড়াচ্ছে সংক্রমণও।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

আরও পড়ুন: বেড়েই চলেছে টমেটোর দাম, কবে সস্তা হবে? জানাল কেন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আশ্রয়হীনদের জন্য রাত্রিনিবাসের সংখ্যা বাড়াচ্ছে পুরসভা

আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ শহরে বাড়ছে আশ্রয়হীনদের সংখ্যা। তাঁদের কথা মাথায় রেখে এবার রাত্রি নিবাসের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা পুরসভা। নতুন করে শহরে আরও পাঁচটি রাত্রি নিবাস তৈরির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ২ টো ডিপিআর হয়ে গিয়েছে। নতুন অর্থবর্ষেই এই রাত্রি নিবাসগুলি চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

রাত্রি নিবাসের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে কলকাতা পুরসভার নিজেস্ব ৮ টি রাত্রিনিবাস রয়েছে। এখানে মোট ৬৫০ জন থাকেন। অন্যদিকে তিনি জানাচ্ছেন ২০১৭-১৮ সালের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কলকাতায় আশ্রয়হীনদের সংখ্যা ৭ হাজার।

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে আশ্রয়হীনদের জন্য উন্নয়ণে রাজ্য সরকারের এত ব্যবস্থা থাকা স্বত্বেও তাহলে গাফিলতিটা কাদের! পুরসভা সূত্রে খবর, বর্তমানে ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য ৪৬ টি নাইট সেন্টার বা শেল্টার রয়েছে কলকাতায়। এর মধ্যে পুরসভার নিজস্ব ৮টি নাইট সেন্টার রয়েছে। বাকিগুলি রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতরের। যদিও সেগুলি পরিচালনা করে কলকাতা পুরসভাই। কিন্তু এত ব্যবস্থা থাকা সত্বেও শহরে ঝুপড়ি উচ্ছেদ করা যায়নি। যত্রতত্র অস্থায়ীভাবে প্লাস্টিক টাঙিয়ে এখনও ফুটপাথে চলছে বসবাস। শুধুতাই নয়, বেশ কিছু জায়গায় রীতিমতো সংসার গড়ে উঠেছে ফুটপাথে। এর ফলে যেমন ফুটপথের জায়গা আটকেছে তার সঙ্গেই আবর্জনা থেকে ছড়াচ্ছে সংক্রমণও।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

আরও পড়ুন: বেড়েই চলেছে টমেটোর দাম, কবে সস্তা হবে? জানাল কেন্দ্র