১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী  শুনানি ৫ ডিসেম্বর

পারিজাত মোল্লাঃ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। তবে এদিন কোনও নির্দেশ জারি করা হয়নি। আইনি জটিলতায় পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এদিন ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকারি সংগঠন ও রাজ্য সরকার কোনও পক্ষ নথি পেশ করতে পারেনি সুপ্রিম কোর্টে।

আগামী সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকেই এই মামলার সূত্রপাত। রাজ্যের পক্ষে এই মামলা লড়ছেন আইনজীবী মুকুল রোহাতগি।

আরও পড়ুন: দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

রাজ্য সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে সওয়াল করেন। কিন্তু যা নথি প্রয়োজন ছিল, তা সামনে আসেনি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি হবে বলে জানা গিয়েছে। কর্মচারী সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ৩০ নভেম্বর হাইকোর্টে আদালত অবমাননার মামলা আছে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় তারা কোনও পদক্ষেপ করবে না।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফেই বলা হয়েছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য। সেই হিসেবে অগস্ট মাসেই শেষ হয়েছে সেই মেয়াদ।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বকেয়া টাকা না পাওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠনগুলি। বকেয়া টাকা না দিয়ে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। হাইকোর্টে মামলা হলে,  সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল সোমবার।

এদিন মামলার প্রয়োজনীয় নথি দু তরফে জমা করতে না পারায় আগামী ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী  শুনানি ৫ ডিসেম্বর

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার

পারিজাত মোল্লাঃ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। তবে এদিন কোনও নির্দেশ জারি করা হয়নি। আইনি জটিলতায় পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এদিন ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকারি সংগঠন ও রাজ্য সরকার কোনও পক্ষ নথি পেশ করতে পারেনি সুপ্রিম কোর্টে।

আগামী সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকেই এই মামলার সূত্রপাত। রাজ্যের পক্ষে এই মামলা লড়ছেন আইনজীবী মুকুল রোহাতগি।

আরও পড়ুন: দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

রাজ্য সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে সওয়াল করেন। কিন্তু যা নথি প্রয়োজন ছিল, তা সামনে আসেনি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি হবে বলে জানা গিয়েছে। কর্মচারী সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ৩০ নভেম্বর হাইকোর্টে আদালত অবমাননার মামলা আছে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় তারা কোনও পদক্ষেপ করবে না।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফেই বলা হয়েছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের প্রাপ্য। সেই হিসেবে অগস্ট মাসেই শেষ হয়েছে সেই মেয়াদ।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বকেয়া টাকা না পাওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠনগুলি। বকেয়া টাকা না দিয়ে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। হাইকোর্টে মামলা হলে,  সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল সোমবার।

এদিন মামলার প্রয়োজনীয় নথি দু তরফে জমা করতে না পারায় আগামী ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।