০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্থলভাগে বসেই মহাকাশ ভ্রমণের সুযোগ! দুবাইয়ে ‘মুন ওয়ার্ল্ড রির্সট’ হার মানাবে বুর্জ খলিফাকেও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 53

পুবের কলম, ওয়েবডেস্ক: দুবাইতে চাঁদের আকারের রির্সট! যা এই ঝাঁ চকচকে শহরকে আরও সুন্দর করে তুলবে। এই বিলাসবহুল রির্সটকে দেখতে হবে পুরো চাঁদের মতো। যা বুর্জ খলিফাকে হার মানাতে পারে। এই বিলাসবহুল রির্সটের নাম ‘মুন ওয়ার্ল্ড রির্সট’।

অ্যারাবিয়ান বিজনেস নামক আরবের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মানুষের বাজেটের কথা মাথায় রেখে এই মুন রির্সট তৈরি করা হচ্ছে। এই রিসর্টের অন্যতম আকর্ষণ হল স্থলভাগে বসে পর্যটকদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা। ‘মুন রিসর্ট’ তৈরির দায়িত্বে রয়েছে কানাডার একটি নির্মাণসংস্থা।

আরও পড়ুন: এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের

চাঁদের রিসর্ট মানেই এর আকৃতি হবে গোলাকার। এই মুন রিসর্টের উচ্চতা হবে ৭৪৫ ফুট। চাঁদের আকার দিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়াম। এই ‘মুন রিসর্ট’ তৈরি করতে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

এই ‘মুন রিসর্ট’-এ একসঙ্গে থাকতে পারবেন প্রায় এক কোটি মানুষ। কি নেই এই বিলাসবহুল হোটেলে! একদিকে রয়েছে স্পা, কৃত্রিম লেগুন, রেস্তরাঁ। এমনকী এখানে থাকবে ৩০০টি আবাসনও। এর নাম দেওয়া হয়েছে ‘স্কাই ভিলা’।
মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা সরাসরি স্থলভাগেই বসে উপভোগ করতে পারেন। ‘মুন রিসর্ট’-এর স্থাপত্যশিল্পীদের দাবি, পর্যটকরা যাতে মহাকাশ ভ্রমণের মতো অভিজ্ঞতা লাভ করতে পারে তার জন্য ‘লুনার কলোনি’ নামক একটি বিশেষ রিসর্টও তৈরি করা হবে এখানে। ‘লুনার কলোনি’তে একসঙ্গে ২১ লক্ষ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি পেতে পারবেন।

আরও পড়ুন: মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি  নভোশ্চর….. দেখুন ভিডিয়ো  

তবে এই রিসর্টের ভাড়া কত হবে, তা এখনও সঠিকভাবে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই জানা যাবে। তবে এই মুন রিসর্ট আগামীদিনে লাভের মুখ দেখতে পাবে বলেই আশা করা হচ্ছে। আনুমানিক এই রিসর্ট থেকে প্রতি বছর ১৪ হাজার ৩৩৭ কোটি টাকা আয় হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থলভাগে বসেই মহাকাশ ভ্রমণের সুযোগ! দুবাইয়ে ‘মুন ওয়ার্ল্ড রির্সট’ হার মানাবে বুর্জ খলিফাকেও

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দুবাইতে চাঁদের আকারের রির্সট! যা এই ঝাঁ চকচকে শহরকে আরও সুন্দর করে তুলবে। এই বিলাসবহুল রির্সটকে দেখতে হবে পুরো চাঁদের মতো। যা বুর্জ খলিফাকে হার মানাতে পারে। এই বিলাসবহুল রির্সটের নাম ‘মুন ওয়ার্ল্ড রির্সট’।

অ্যারাবিয়ান বিজনেস নামক আরবের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মানুষের বাজেটের কথা মাথায় রেখে এই মুন রির্সট তৈরি করা হচ্ছে। এই রিসর্টের অন্যতম আকর্ষণ হল স্থলভাগে বসে পর্যটকদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা। ‘মুন রিসর্ট’ তৈরির দায়িত্বে রয়েছে কানাডার একটি নির্মাণসংস্থা।

আরও পড়ুন: এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের

চাঁদের রিসর্ট মানেই এর আকৃতি হবে গোলাকার। এই মুন রিসর্টের উচ্চতা হবে ৭৪৫ ফুট। চাঁদের আকার দিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়াম। এই ‘মুন রিসর্ট’ তৈরি করতে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

এই ‘মুন রিসর্ট’-এ একসঙ্গে থাকতে পারবেন প্রায় এক কোটি মানুষ। কি নেই এই বিলাসবহুল হোটেলে! একদিকে রয়েছে স্পা, কৃত্রিম লেগুন, রেস্তরাঁ। এমনকী এখানে থাকবে ৩০০টি আবাসনও। এর নাম দেওয়া হয়েছে ‘স্কাই ভিলা’।
মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা সরাসরি স্থলভাগেই বসে উপভোগ করতে পারেন। ‘মুন রিসর্ট’-এর স্থাপত্যশিল্পীদের দাবি, পর্যটকরা যাতে মহাকাশ ভ্রমণের মতো অভিজ্ঞতা লাভ করতে পারে তার জন্য ‘লুনার কলোনি’ নামক একটি বিশেষ রিসর্টও তৈরি করা হবে এখানে। ‘লুনার কলোনি’তে একসঙ্গে ২১ লক্ষ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি পেতে পারবেন।

আরও পড়ুন: মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি  নভোশ্চর….. দেখুন ভিডিয়ো  

তবে এই রিসর্টের ভাড়া কত হবে, তা এখনও সঠিকভাবে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই জানা যাবে। তবে এই মুন রিসর্ট আগামীদিনে লাভের মুখ দেখতে পাবে বলেই আশা করা হচ্ছে। আনুমানিক এই রিসর্ট থেকে প্রতি বছর ১৪ হাজার ৩৩৭ কোটি টাকা আয় হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।