০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধীরাও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন, বলছে ক্রস ভোটিং এর হিসাব

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার
  • / 78

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ পেতে চলেছে তার পঞ্চদশ তম রাষ্ট্রপতি। ‘প্রথম আদিবাসি মহিলা রাষ্ট্রপতি ‘ এই আবেগকে কেন্দ্র করেই বিজেপি, দ্রৌপদী মুর্মুকে মনোনিত করেছিল। আর সেই আবেগকে কেন্দ্র করেই ৬৪.৩% ভোট পেয়ে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। মুর্মুর বিপরীতে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ৩৫.৯৭ % ভোট। দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছিল ৪৪ টি ছোটো বড় রাজনৈতিক দল। কিন্তু হিসেব বলছে এই ৪৪ টি দলের বাইরেও অনেকে তাঁকে ভোট দিয়েছেন। ক্রস ভোটিং হয়েছে। অর্থাৎ বিরোধী দলের সাংসদ, বিধায়করাও তাঁকে ভোট দিয়েছেন। বিজেপি সূত্রে জানা গেছে এনডিএ জোটের বাইরেও ১৭ জন সাংসদ এবং ১২৬ জন বিধায়কের ভোট পেয়েছেন তিনি।

 

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

সবথেকে বেশি ক্রস ভোটিং হয়েছে অসমে। অসমে ২২ টি এবং মধ্যপ্রদেশে ১৯টি ক্রস ভোট পেয়েছেন মুর্মু।অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের ১২৬ জন বিধায়কের মধ্যে ১০৪ জন ভোট দিয়েছেন মুর্মুকে। অথচ অসম বিধানসভায় এনডিএ’র বিধায়ক সংখ্যা ৭৯। নির্বাচনের দিন তাদের মধ্যেও দুজন বিধায়ক অনুপস্থিত ছিলেন। তারপরেও অসম থেকে এত ভোট পাওয়ার জন্য তিনি ক্রস ভোট দেওয়া ওই সব বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: নিট-এর বিকল্প বিলে রাষ্ট্রপতির সম্মতির আর্জি নিয়ে মুর্মুর কাছে স্ট্যালিন

উল্লেখ্য, দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ই জুলাই দেশ জুড়ে ভোট দিয়েছিলেন সাংসদ-বিধায়করা। এরপর ২১ শে জুলাই ভোট গণণা শুরু হয় সকাল ১১টা থেকে। প্রথম রাউন্ডের পর থেকেই বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাত ৮টা নাগাদ ভোট গণণা শেষ হয় এবং দ্রৌপদী মুর্মু বড় ব্যবধানে জয় লাভ করেন।

আরও পড়ুন: মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী

রাজ্যসভার মহাসচিব পি সি মোদি সেদিনই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন। বৃহষ্পতিবার ভোট গণণার শেষে একথা স্পষ্ট হয় যে, ক্রস ভোটিং দ্রৌপদী মুর্মুর জয়ে ব্যাপক ভূমিকা পালন করেছে। মনে করা হচ্ছে, দ্রৌপদীর জয়ে ‘প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি’ আবেগ যেমন কাজ করেছে, একই সাথে ব্যাপক ক্রস ভোটিং এর সংখ্যা বিরোধী ঐক্যে ফাটল এর সংকেত ও দিচ্ছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধীরাও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন, বলছে ক্রস ভোটিং এর হিসাব

আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ পেতে চলেছে তার পঞ্চদশ তম রাষ্ট্রপতি। ‘প্রথম আদিবাসি মহিলা রাষ্ট্রপতি ‘ এই আবেগকে কেন্দ্র করেই বিজেপি, দ্রৌপদী মুর্মুকে মনোনিত করেছিল। আর সেই আবেগকে কেন্দ্র করেই ৬৪.৩% ভোট পেয়ে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। মুর্মুর বিপরীতে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ৩৫.৯৭ % ভোট। দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছিল ৪৪ টি ছোটো বড় রাজনৈতিক দল। কিন্তু হিসেব বলছে এই ৪৪ টি দলের বাইরেও অনেকে তাঁকে ভোট দিয়েছেন। ক্রস ভোটিং হয়েছে। অর্থাৎ বিরোধী দলের সাংসদ, বিধায়করাও তাঁকে ভোট দিয়েছেন। বিজেপি সূত্রে জানা গেছে এনডিএ জোটের বাইরেও ১৭ জন সাংসদ এবং ১২৬ জন বিধায়কের ভোট পেয়েছেন তিনি।

 

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

সবথেকে বেশি ক্রস ভোটিং হয়েছে অসমে। অসমে ২২ টি এবং মধ্যপ্রদেশে ১৯টি ক্রস ভোট পেয়েছেন মুর্মু।অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের ১২৬ জন বিধায়কের মধ্যে ১০৪ জন ভোট দিয়েছেন মুর্মুকে। অথচ অসম বিধানসভায় এনডিএ’র বিধায়ক সংখ্যা ৭৯। নির্বাচনের দিন তাদের মধ্যেও দুজন বিধায়ক অনুপস্থিত ছিলেন। তারপরেও অসম থেকে এত ভোট পাওয়ার জন্য তিনি ক্রস ভোট দেওয়া ওই সব বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: নিট-এর বিকল্প বিলে রাষ্ট্রপতির সম্মতির আর্জি নিয়ে মুর্মুর কাছে স্ট্যালিন

উল্লেখ্য, দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ই জুলাই দেশ জুড়ে ভোট দিয়েছিলেন সাংসদ-বিধায়করা। এরপর ২১ শে জুলাই ভোট গণণা শুরু হয় সকাল ১১টা থেকে। প্রথম রাউন্ডের পর থেকেই বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাত ৮টা নাগাদ ভোট গণণা শেষ হয় এবং দ্রৌপদী মুর্মু বড় ব্যবধানে জয় লাভ করেন।

আরও পড়ুন: মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী

রাজ্যসভার মহাসচিব পি সি মোদি সেদিনই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন। বৃহষ্পতিবার ভোট গণণার শেষে একথা স্পষ্ট হয় যে, ক্রস ভোটিং দ্রৌপদী মুর্মুর জয়ে ব্যাপক ভূমিকা পালন করেছে। মনে করা হচ্ছে, দ্রৌপদীর জয়ে ‘প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি’ আবেগ যেমন কাজ করেছে, একই সাথে ব্যাপক ক্রস ভোটিং এর সংখ্যা বিরোধী ঐক্যে ফাটল এর সংকেত ও দিচ্ছে।