২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশের মানুষ বন্ধুবৎসল… শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিতে রাজ্যের মানুষ বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে: মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক কর্মসূচি নিয়ে অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ যে ক্রমশ অগ্রগতির মধ্য দিয়ে এগিয়ে চলেছেন সে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, দেশ পর পর মাইলফলক ছুঁয়েছে। যে সময় গোটা বিশ্ব সংকটের মধ্যে দিয়ে পার হয়েছে, সেই সময়েও ভারত ইতিহাস গড়ছে। উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং নয়া চিন্তাভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হল ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিশাখাপত্তনম শহর এবং তেলেগু জনগণের প্রশংসা করে বলেছেন, যে তারা বিশ্বজুড়ে একটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।মোদি বলেন, ‘বিশাখাপত্তনম ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। বহু ঐতিহ্যবাহী বন্দর ও একটি ব্যবসায়িক মনোভাবাসম্পন্ন শহর হিসেবে বিশাখাপত্তনম গড়ে উঠেছে। এটি ভারতীয় বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দু’। এটিকে “বিশাখাপত্তনমের জন্য একটি বড় দিন” বলে অভিহিত করে মোদি বলেন, একদিকে বন্দরে যাওয়ার জন্য একটি বিশেষ রাস্তা তৈরি করা হচ্ছে, স্থানীয় রেলস্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে এবং অন্যদিকে মাছ ধরার বন্দরকেও আধুনিকীকরণ করা হচ্ছে। রায়পুর-বিশাখাপত্তনম অর্থনৈতিক করিডোরের উন্নয়ন এই অঞ্চলের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।’

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

এদিন মোদি অন্ধ্রপ্রদেশের মানুষকে বন্ধুবৎসল ও উদ্যোক্তা বলে উল্লেখ করে বলেন, শিক্ষা, ব্যবসা হোক, প্রযুক্তি, চিকিৎসা পেশা সব দিক দিয়ে অন্ধ্রের মানুষ সারা বিশ্বে একটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি শুধু পেশাগত মানের কারণে নয়, তাদের ব্যক্তিত্বের কারণেও।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন গোটা বিশ্ব একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।  এই সময়েও বিভিন্ন ক্ষেত্রে পরপর ভারত তার নিজের অবস্থান ধরে রেখেছে। সরকারি সকল প্রকল্পের কেন্দ্রবিন্দুই হল সাধারণ জনগণ।’  মোদি বলেন, দেশের মানুষের কথা ভেবেই বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্ত নেওয়া হয়। আজাদি কা অমৃত কালের সঙ্গে ভারত  উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হল সামগ্রিক বৃদ্ধি।’

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শহরের ভবিষ্যৎ হল মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম এবং বিশাখাপত্তনম এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছে। শিক্ষা, শিল্পোদ্যগ, প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা, সব ক্ষেত্রেই অন্ধ্রপ্রদেশের মানুষ উল্লেখযোগ্য অবদান রেখেছে। নয়া চিন্তাভাবনা, নয়া সমাধানের সমন্বয়ে গড়ে দ্রুত উন্নয়নের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। সরকারের উন্নয়নকে সামনে এনে মোদি বলেন, দেশের নাগরিকের কথা মাথায় রেখে সরকার কাজ করছে বলেই উন্নয়নমুখী কর্মসূচী রূপায়ণ করা সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন ব্লু ইকোনমিকের প্রসঙ্গ টেনে এনে বলেন, ভারত ব্লু ইকোনমি তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ব্লু ইকোনমির সঙ্গে সম্পর্কিত অসংখ্য সম্ভাবনা বোঝার প্রচেষ্টা চালাচ্ছে দেশ। বন্দর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে আমরা ভারতের ব্লু ইকোনমিতে অনেক সুযোগ বৃদ্ধি হয়েছে।’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলকে ঢেলে সাজাতে ৭০৩২ কোটি টাকা এই বছরে বিনিয়োগ করা হয়েছে। নতুন লাইন, বিদ্যুতায়ন এবং অন্যান্য কাজের দ্রুত গতিতে বাস্তবায়ন হচ্ছে। অন্ধ্রপ্রদেশ শীঘ্রই বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস পাবে।

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দক্ষিণভারতের কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এসে পৌঁছান শুক্রবার। একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আছে তার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশের মানুষ বন্ধুবৎসল… শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিতে রাজ্যের মানুষ বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে: মোদি

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক কর্মসূচি নিয়ে অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ যে ক্রমশ অগ্রগতির মধ্য দিয়ে এগিয়ে চলেছেন সে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, দেশ পর পর মাইলফলক ছুঁয়েছে। যে সময় গোটা বিশ্ব সংকটের মধ্যে দিয়ে পার হয়েছে, সেই সময়েও ভারত ইতিহাস গড়ছে। উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং নয়া চিন্তাভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হল ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিশাখাপত্তনম শহর এবং তেলেগু জনগণের প্রশংসা করে বলেছেন, যে তারা বিশ্বজুড়ে একটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।মোদি বলেন, ‘বিশাখাপত্তনম ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। বহু ঐতিহ্যবাহী বন্দর ও একটি ব্যবসায়িক মনোভাবাসম্পন্ন শহর হিসেবে বিশাখাপত্তনম গড়ে উঠেছে। এটি ভারতীয় বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দু’। এটিকে “বিশাখাপত্তনমের জন্য একটি বড় দিন” বলে অভিহিত করে মোদি বলেন, একদিকে বন্দরে যাওয়ার জন্য একটি বিশেষ রাস্তা তৈরি করা হচ্ছে, স্থানীয় রেলস্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে এবং অন্যদিকে মাছ ধরার বন্দরকেও আধুনিকীকরণ করা হচ্ছে। রায়পুর-বিশাখাপত্তনম অর্থনৈতিক করিডোরের উন্নয়ন এই অঞ্চলের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।’

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

এদিন মোদি অন্ধ্রপ্রদেশের মানুষকে বন্ধুবৎসল ও উদ্যোক্তা বলে উল্লেখ করে বলেন, শিক্ষা, ব্যবসা হোক, প্রযুক্তি, চিকিৎসা পেশা সব দিক দিয়ে অন্ধ্রের মানুষ সারা বিশ্বে একটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি শুধু পেশাগত মানের কারণে নয়, তাদের ব্যক্তিত্বের কারণেও।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন গোটা বিশ্ব একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।  এই সময়েও বিভিন্ন ক্ষেত্রে পরপর ভারত তার নিজের অবস্থান ধরে রেখেছে। সরকারি সকল প্রকল্পের কেন্দ্রবিন্দুই হল সাধারণ জনগণ।’  মোদি বলেন, দেশের মানুষের কথা ভেবেই বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্ত নেওয়া হয়। আজাদি কা অমৃত কালের সঙ্গে ভারত  উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হল সামগ্রিক বৃদ্ধি।’

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শহরের ভবিষ্যৎ হল মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম এবং বিশাখাপত্তনম এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছে। শিক্ষা, শিল্পোদ্যগ, প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা, সব ক্ষেত্রেই অন্ধ্রপ্রদেশের মানুষ উল্লেখযোগ্য অবদান রেখেছে। নয়া চিন্তাভাবনা, নয়া সমাধানের সমন্বয়ে গড়ে দ্রুত উন্নয়নের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। সরকারের উন্নয়নকে সামনে এনে মোদি বলেন, দেশের নাগরিকের কথা মাথায় রেখে সরকার কাজ করছে বলেই উন্নয়নমুখী কর্মসূচী রূপায়ণ করা সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন ব্লু ইকোনমিকের প্রসঙ্গ টেনে এনে বলেন, ভারত ব্লু ইকোনমি তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ব্লু ইকোনমির সঙ্গে সম্পর্কিত অসংখ্য সম্ভাবনা বোঝার প্রচেষ্টা চালাচ্ছে দেশ। বন্দর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে আমরা ভারতের ব্লু ইকোনমিতে অনেক সুযোগ বৃদ্ধি হয়েছে।’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলকে ঢেলে সাজাতে ৭০৩২ কোটি টাকা এই বছরে বিনিয়োগ করা হয়েছে। নতুন লাইন, বিদ্যুতায়ন এবং অন্যান্য কাজের দ্রুত গতিতে বাস্তবায়ন হচ্ছে। অন্ধ্রপ্রদেশ শীঘ্রই বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস পাবে।

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দক্ষিণভারতের কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এসে পৌঁছান শুক্রবার। একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আছে তার।