১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মধ্যবিত্তের মাথায় হাত, বাড়তে চলেছে রেশনে পাওয়া কেরোসিনের দাম

ইমামা খাতুন
  • আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
  • / 21

পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েক মাস ধরে ক্রমাগত ঊর্ধ্বমুখী কেরোসিনের দাম। আকাশ ছোঁয়া পেট্রোল ও ডিজেলকে ছুঁতে চলেছে মধ্যবিত্তের জ্বালানি কেরোসিন তেল। পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার জন্য বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসে কেরোসিনের ইস্যু প্রাইস ঘোষণা করে। তার ভিত্তিতে রেশনে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্যের জেলা ভিত্তিক বিজ্ঞপ্তি জারি করে খাদ্যদফতর। ইস্যু প্রাইসের সঙ্গে জিএসটি, পরিবহণ খরচ, ডিলার ও হোলসেলার-এজেন্টদের কমিশন প্রভৃতি যুক্ত করে বিক্রয় মূল্য চূড়ান্ত হয়।

আরও পড়ুন: বেতনভিত্তিক চাকরির জায়গা দখল করছে এআই, আগামীতে মধ্যবিত্ত শ্রেণি বলে আর কিছুই থাকবে না!

এদিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নভেম্বর মাসে কেরোসিনের যে বর্ধিত ইস্যু প্রাইস ঘোষণা করেছে, তাতে লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে। সবমিলিয়ে উৎসব মিটতেই মহার্ঘ হতে চলেছে কেরোসিনের দাম বলে খবর।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

চলতি বছরের অক্টোবর মাসে রাজ্যে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৮১ থেকে ৮৪ টাকার মধ্যে। এলাকা ভিত্তিক পরিবহণ খরচে ভিন্ন পার্থক্য থাকায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা এদিক ওদিক হতে পারে। তবে এদিনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের মধ্যবিত্তের মাথায় হাত, বাড়তে চলেছে রেশনে পাওয়া কেরোসিনের দাম

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েক মাস ধরে ক্রমাগত ঊর্ধ্বমুখী কেরোসিনের দাম। আকাশ ছোঁয়া পেট্রোল ও ডিজেলকে ছুঁতে চলেছে মধ্যবিত্তের জ্বালানি কেরোসিন তেল। পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার জন্য বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসে কেরোসিনের ইস্যু প্রাইস ঘোষণা করে। তার ভিত্তিতে রেশনে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্যের জেলা ভিত্তিক বিজ্ঞপ্তি জারি করে খাদ্যদফতর। ইস্যু প্রাইসের সঙ্গে জিএসটি, পরিবহণ খরচ, ডিলার ও হোলসেলার-এজেন্টদের কমিশন প্রভৃতি যুক্ত করে বিক্রয় মূল্য চূড়ান্ত হয়।

আরও পড়ুন: বেতনভিত্তিক চাকরির জায়গা দখল করছে এআই, আগামীতে মধ্যবিত্ত শ্রেণি বলে আর কিছুই থাকবে না!

এদিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নভেম্বর মাসে কেরোসিনের যে বর্ধিত ইস্যু প্রাইস ঘোষণা করেছে, তাতে লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে। সবমিলিয়ে উৎসব মিটতেই মহার্ঘ হতে চলেছে কেরোসিনের দাম বলে খবর।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

চলতি বছরের অক্টোবর মাসে রাজ্যে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৮১ থেকে ৮৪ টাকার মধ্যে। এলাকা ভিত্তিক পরিবহণ খরচে ভিন্ন পার্থক্য থাকায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা এদিক ওদিক হতে পারে। তবে এদিনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের