স্থায়ীকরণের লোভ দেখিয়ে উৎকোচ নিচ্ছেন অধ্যক্ষ, প্রতিবাদে সামিল টিএমসিপি
- আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার
- / 11
পুবের কলম প্রতিবেদক– পূর্ব মেদিনীপুর কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ঘটনা। আন্দোলনকারীদের অভিযোগ কলেজ পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর ঘনিষ্ট দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবিকাশ জানা কলেজের ২০ জন অতিথি অধ্যাপককে পার্মানেন্ট স্টেট এন্ড কলেজ টিচার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দু’ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছেন।
কিন্তু প্রতিশ্রুতি পূরণ করতে পারেন নি। ছাত্রদের আন্দোলন প্রসঙ্গে ওই কলেজের প্রতারিত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানের সুজিত জানা– এডুকেশনের কানাইলাল মাইতি ও বাংলার শিক্ষক শুভেন্দু গিরিরা স্বীকার করেছেন অভিযোগের সতত্যা। তাঁদের অভিযোগ–
নিজের পদের ক্ষমতার অপব্যাবহার করে অধ্যক্ষ তাদের কাছ থেকে চাকরি স্থায়ী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন। তবে কোন রশিদ দেয় নি। তাঁরা আরো অভিযোগ করেছেন চাকরি স্থায়ীকরনের প্রতিশ্রুতি রাখতে না পারা সত্ত্বেও টাকা ফেরৎ দিচ্ছেন না অধ্যক্ষ। যদিও এই বিষয়ে ওই অধ্যক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। উল্লেখ্য– একই অভিযোগের কারনে মাস খানেক আগে কাঁথিতে অভিযুক্ত অধ্যক্ষ সুবিকাশ জানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ছিল পড়ুয়ারা।
হাজার আবেদন- নিবেদনেও কোন ফল মেলেনি। পরিস্থিতির কোন বদল হয়নি। তাই শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোন উপায় ছিলনা।
টিএমসিপির বক্তব্য একটি কলেজের অধ্যক্ষ উৎকোচ নিচ্ছেন স্থায়ীকরণের লোভ দেখিয়ে । এর থেকে আর ন্যাক্করজনক ঘটনা আর কি হতে পারে।