২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কাবুল সফরে গেলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী, বৈঠক প্রধানমন্ত্রী আখুন্দের সঙ্গে

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
- / 24
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে পৌঁছালেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আবদেল রহমান আল থানি। আফগানিস্তানের নয়া মন্ত্রিসভা ঘোষণার পর এই প্রথম কোন বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এলেন কাবুলে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আবদেল রহমান আল থানি বৈঠক করেন আফগানিস্তানের তালিবান সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে। আফগানিস্তানকে পুনর্গঠন এবং আফগান জনগণকে সার্বিক সহায়তা প্রদানের বিষয়টি আলোচিত হয় বৈঠকে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে।