০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমতায় ধ্বসে নেমে গেল রাস্তা

রফিকুল হাসান
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 33

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া: মজা দামোদর নদের পাশের ধ্বসে নেমে গেল রাস্তা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আমতা বিধানসভা এলাকার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কামারখোলা গ্রামে। মঙ্গলবার রাতে মজা দামোদর নদের পাশের রাস্তায় প্রায় ৫০ ফুট জুড়ে ধ্বস নামে। ধ্বসে নেমে যায় দুটি দোকান ঘর। পুকুরপাড় এলাকায় রাস্তার উল্টে দিকে বেশ কিছু পাকা বাড়ি থাকায় চিন্তায় পড়েছে স্হানীয় বাসিন্দারা। জয়পুর থেকে কাশমলি ও দ্বীপাঞ্চল ভাটোরা-চিৎনান যাবার এই রাস্তায় ধ্বসের কারনে প্রশাসনের পক্ষ থেকে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। 

বুধবার সকালে এলাকা পরিদর্শনে যান আমতার বিধায়ক সুকান্ত পাল সহ সেচ ও জেলা পরিষদের কর্তাব্যক্তিরা। জয়পুর থেকে কাশমলি যাবার রাস্তায় মজা দামোদর নদের উপর রয়েছে একটি কংক্রীটের সেতু। এই সেতুর একদিকে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারখোলা ও অপর প্রান্তে কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় এলাকা। জানা গেছে কামারখোলার দিকে সেতুর দু’ পাশে ফাটল দেখা দিয়েছে। আর পুকুর পাড় এলাকায় সেতুর পাশে প্রায় পঞ্চাশ ফুট জুড়ে ধ্বস নেমেছে। সুকান্ত পাল বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথেই সেচ ও জেলা পরিষদের লোকজন নিয়ে ওই ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত করা হবে।       

আরও পড়ুন: আনিস-কাণ্ডে পুলিশি অভিযানই ছিল বেআইনি, হাইকোর্টে স্বীকারোক্তি রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমতায় ধ্বসে নেমে গেল রাস্তা

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া: মজা দামোদর নদের পাশের ধ্বসে নেমে গেল রাস্তা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আমতা বিধানসভা এলাকার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কামারখোলা গ্রামে। মঙ্গলবার রাতে মজা দামোদর নদের পাশের রাস্তায় প্রায় ৫০ ফুট জুড়ে ধ্বস নামে। ধ্বসে নেমে যায় দুটি দোকান ঘর। পুকুরপাড় এলাকায় রাস্তার উল্টে দিকে বেশ কিছু পাকা বাড়ি থাকায় চিন্তায় পড়েছে স্হানীয় বাসিন্দারা। জয়পুর থেকে কাশমলি ও দ্বীপাঞ্চল ভাটোরা-চিৎনান যাবার এই রাস্তায় ধ্বসের কারনে প্রশাসনের পক্ষ থেকে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। 

বুধবার সকালে এলাকা পরিদর্শনে যান আমতার বিধায়ক সুকান্ত পাল সহ সেচ ও জেলা পরিষদের কর্তাব্যক্তিরা। জয়পুর থেকে কাশমলি যাবার রাস্তায় মজা দামোদর নদের উপর রয়েছে একটি কংক্রীটের সেতু। এই সেতুর একদিকে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারখোলা ও অপর প্রান্তে কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় এলাকা। জানা গেছে কামারখোলার দিকে সেতুর দু’ পাশে ফাটল দেখা দিয়েছে। আর পুকুর পাড় এলাকায় সেতুর পাশে প্রায় পঞ্চাশ ফুট জুড়ে ধ্বস নেমেছে। সুকান্ত পাল বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথেই সেচ ও জেলা পরিষদের লোকজন নিয়ে ওই ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত করা হবে।       

আরও পড়ুন: আনিস-কাণ্ডে পুলিশি অভিযানই ছিল বেআইনি, হাইকোর্টে স্বীকারোক্তি রাজ্যের