০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পড়ুয়াদের আধার কার্ড করে দিতে উদ্যোগ নিল স্কুলশিক্ষা দফতর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 22

পুবের কলম প্রতিবেদক­ বর্তমান সময়ে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ বা নানান কাজে আধার কার্ড একটি জরুরি নথি। কিন্তু অনেক পড়ুয়ারই  আধার কার্ড নেই। ফলে সমস্যা দেখা দেয়। এই সমস্যা নিরসনে উদ্যোগী হল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। সরকার এবার স্কুলের মাধ্যমেই পড়ুয়াদের আধার কার্ড তৈরি  করে দেবে। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে স্কুলশিক্ষা দফতর। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই পাইলট প্রজেক্ট শুরু হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে– আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে আধার কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পাইলট প্রজেক্টের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে আধার কার্ডের মধ্যে আনা হবে। পয়লা অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে আধার অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া। পুজোর পরে বাকিদেরও আধার কার্ড করে দেওয়া হবে।

সরকারীভাবে বলা হয়েছে– রাজ্যের যেসব স্কুল পড়ুয়া আধারে নাম নথিভুক্ত করতে পারেনি– এবার তারা সহজেই আধার কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। কার কার আধার আছে– কার নেই সেসব তথ্য রাজ্যের শিক্ষা পোর্টালে আপলোড করার জন্যেও স্কুলের প্রধানশিক্ষকদের নির্দেশ পাঠানো হয়েছে। আধার কার্ড সংক্রান্ত কাজে জেলার স্কুল পরিদর্শক বা ডিআই এবং ব্লক বা মিউনিসিপ্যালিটির জন্য এসআই নোডাল অফিসার হিসাবে সমন্বয় করবেন।

স্কুলশিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– ১ থেকে ৮ আক্টোবর পর্যন্ত কাজের দিনগুলিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পড়ুয়াও তার অভিভাবককে আধার অন্তর্ভুক্তি কেন্দ্র বা স্কুলে  উপস্থিত থাকতে হবে। প্রধানশিক্ষক নথি পরীক্ষার ব্যবস্থা করবেন এবং আধার কার্ড করে দেওয়া হবে। তবে সবাইকে করোনাবিধি মেনে আধার প্রক্রিয়ায় অংশ নিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পড়ুয়াদের আধার কার্ড করে দিতে উদ্যোগ নিল স্কুলশিক্ষা দফতর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক­ বর্তমান সময়ে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ বা নানান কাজে আধার কার্ড একটি জরুরি নথি। কিন্তু অনেক পড়ুয়ারই  আধার কার্ড নেই। ফলে সমস্যা দেখা দেয়। এই সমস্যা নিরসনে উদ্যোগী হল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। সরকার এবার স্কুলের মাধ্যমেই পড়ুয়াদের আধার কার্ড তৈরি  করে দেবে। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে স্কুলশিক্ষা দফতর। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই পাইলট প্রজেক্ট শুরু হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে– আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে আধার কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পাইলট প্রজেক্টের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে আধার কার্ডের মধ্যে আনা হবে। পয়লা অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে আধার অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া। পুজোর পরে বাকিদেরও আধার কার্ড করে দেওয়া হবে।

সরকারীভাবে বলা হয়েছে– রাজ্যের যেসব স্কুল পড়ুয়া আধারে নাম নথিভুক্ত করতে পারেনি– এবার তারা সহজেই আধার কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। কার কার আধার আছে– কার নেই সেসব তথ্য রাজ্যের শিক্ষা পোর্টালে আপলোড করার জন্যেও স্কুলের প্রধানশিক্ষকদের নির্দেশ পাঠানো হয়েছে। আধার কার্ড সংক্রান্ত কাজে জেলার স্কুল পরিদর্শক বা ডিআই এবং ব্লক বা মিউনিসিপ্যালিটির জন্য এসআই নোডাল অফিসার হিসাবে সমন্বয় করবেন।

স্কুলশিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– ১ থেকে ৮ আক্টোবর পর্যন্ত কাজের দিনগুলিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পড়ুয়াও তার অভিভাবককে আধার অন্তর্ভুক্তি কেন্দ্র বা স্কুলে  উপস্থিত থাকতে হবে। প্রধানশিক্ষক নথি পরীক্ষার ব্যবস্থা করবেন এবং আধার কার্ড করে দেওয়া হবে। তবে সবাইকে করোনাবিধি মেনে আধার প্রক্রিয়ায় অংশ নিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।