পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবারই প্রকাশিত হতে চলেছে বাংলার খসড়া ভোটার তালিকা। তার আগেই সোমবার বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছে পৌঁছে গিয়েছে এই খসড়া তালিকা। কমিশন সূত্রে জানা গেছে, বিএলওদের ব্যবহৃত নির্দিষ্ট অ্যাপে ইতিমধ্যেই তালিকাটি দেখা যাচ্ছে। বুথভিত্তিকভাবে ভোটারদের নামও সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই পর্যায়ে তালিকাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ রাজ্যের খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ভারতীয় নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে কোনও ত্রুটি না থাকে, সে জন্য কমিশনের তরফে প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।
খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই নিজেদের নাম যাচাই করতে পারবেন।
কীভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা?
দুপুরের পর বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখানে গিয়ে সহজেই নাম যাচাই করা যাবে। তাছাড়া সংশ্লিষ্ট বুথের বিএলওদের কাছেও তালিকা থাকবে। তাঁদের মাধ্যমেও নাম আছে কি না জানা যাবে।
অনলাইনে দেখতে পারবেন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে—
https://ceowestbengal.wb.gov.in/SIR
https://voters.eci.gov.in/
এছাড়াও মোবাইলের মাধ্যমে নাম যাচাই করতে চাইলে ইসিনেট (ECINET) অ্যাপ ডাউনলোড করলেই হবে। খসড়া তালিকা প্রকাশের পর সংশোধন, সংযোজন বা বাদ দেওয়ার আবেদন করার সুযোগও থাকবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।


































