২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অশনি মোকাবিলায় প্রস্তত রাজ্য, নবান্ন থেকেই নজর মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 76

পুবের কলম প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মুখ্য সচিবের নেতৃত্বে উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলা হচ্ছে। গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে।

নবান্ন থেকেই সামগ্রীক পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের কারণে তার জেলা সফর পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজেই নবান্নের তরফে এই দুর্যোগ মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃষ্টি বেশি পরিমাণে হলে লোকজনকে বিভিন্ন স্কুলে আশ্রয়ের জন্য নিয়ে আসতে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

ইতিমধ্যেই সমুদ্রের তীরবর্তী এলাকায় মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। দিঘা মন্দারমণি সাগর ও বকখালীতে যারা বেড়াতে গিয়েছিলেন তাদের সমুদ্র থেকে দূরে রাখার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের যে কন্ট্রোলরুম খোলা হয়েছে সেখান থেকে প্রতিমূহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে নবান্নের সঙ্গে সমন্বয় রেখে চলার এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে রাজ্য সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।

পাশাপাশি রাজ্য বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকে বিদ্যুৎভবনে একটি কন্ট্রোল রুম খোলা থাকছে। ২৪ ঘণ্টাই সেখান থেকে পরিষেবায় উপস্থিত থাকবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশনি মোকাবিলায় প্রস্তত রাজ্য, নবান্ন থেকেই নজর মুখ্যমন্ত্রীর

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মুখ্য সচিবের নেতৃত্বে উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলা হচ্ছে। গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে।

নবান্ন থেকেই সামগ্রীক পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের কারণে তার জেলা সফর পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজেই নবান্নের তরফে এই দুর্যোগ মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃষ্টি বেশি পরিমাণে হলে লোকজনকে বিভিন্ন স্কুলে আশ্রয়ের জন্য নিয়ে আসতে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

ইতিমধ্যেই সমুদ্রের তীরবর্তী এলাকায় মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। দিঘা মন্দারমণি সাগর ও বকখালীতে যারা বেড়াতে গিয়েছিলেন তাদের সমুদ্র থেকে দূরে রাখার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের যে কন্ট্রোলরুম খোলা হয়েছে সেখান থেকে প্রতিমূহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে নবান্নের সঙ্গে সমন্বয় রেখে চলার এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে রাজ্য সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।

পাশাপাশি রাজ্য বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকে বিদ্যুৎভবনে একটি কন্ট্রোল রুম খোলা থাকছে। ২৪ ঘণ্টাই সেখান থেকে পরিষেবায় উপস্থিত থাকবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।