১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১২ জন আইপিএসকে বিশেষ সন্মাননা দেবে রাজ্য

পুবের কলম প্রতিবেদক:  করোনা পরিস্থিতির কারণে গত দুবছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান অনেক কাটছাঁট করতে হয়েছিল রাজ্যকে। কিন্তু এবার রাজ্যের তরফে জাঁকজমকভাবেই স্বাধীনতা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের ১২ জন আইপিএসকে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। রেড রোডের মঞ্চ থেকেই এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি পদ মর্যদার দুই আইপিএস অফিসার, ডিআইজি এবং এডিজি পদর্মদার পুলিশ আধিকারিকদের এই সম্মান তুলে দেওয়া হবে। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল’  শীর্ষক এই সম্মান তুলে দেন আইপিএস অফিসারদের।

আরও পড়ুন: বিশাল শোভাযাত্রা সহকারে স্বাধীনতা দিবস উদযাপন জয়নগর উওরপাড়া মাদ্রাসা দারুল ফালাহের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের রেড রোডের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল-পড়ুয়ারা পদযাত্রা করবেন। যা এবার স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে। পাশাপাশি এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের শিল্প দফতরের তরফে ও বিশেষ ট্যাবলো প্রদর্শিত হবে বলে এই সূত্রের খবর। মূলত এর মাধ্যমে রাজ্যের বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেওয়া হবে বলেই মনে করছে নবান্নের প্রশাসনিক মহল।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা মমতার

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্য সচিব এক প্রশাসনিক বৈঠকে স্বাধীনতা দিবসের আগেই প্রতিটি জেলায় স্বাধীনতার সংগ্রামীদের মূর্তিগুলি যাতে সংস্কার করা হয়, সেই বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি জেলাগুলিকেও ইতিমধ্যেই বিশেষভাবে নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাধীনতা দিবস পালনের জন্য।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মাংসের দোকান বন্ধে রাজনৈতিক বিতর্ক তীব্র

কলকাতা পুলিশের তরফেও কয়েকটি ট্যাবলো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রদর্শিত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। এবারে স্বাধীনতা দিবসের ট্যাবলো আকারে দুর্গাপুজো বিশেষভাবে জায়গা পেতে চলেছে বলেই সূত্রের খবর। পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত করা হবে রেড রোডে বলেই নবান্ন সূত্রে খবর। গত দুবছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গা বেশি করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এবারের স্বাধীনতা দিবসের দর্শক আসন আগের দুই বছরের তুলনায় অনেকটাই বেশি রাখা হচ্ছে। ফলে অনেক বেশি সংখ্যক মানুষ বসতে পারবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১২ জন আইপিএসকে বিশেষ সন্মাননা দেবে রাজ্য

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  করোনা পরিস্থিতির কারণে গত দুবছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান অনেক কাটছাঁট করতে হয়েছিল রাজ্যকে। কিন্তু এবার রাজ্যের তরফে জাঁকজমকভাবেই স্বাধীনতা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের ১২ জন আইপিএসকে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। রেড রোডের মঞ্চ থেকেই এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি পদ মর্যদার দুই আইপিএস অফিসার, ডিআইজি এবং এডিজি পদর্মদার পুলিশ আধিকারিকদের এই সম্মান তুলে দেওয়া হবে। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল’  শীর্ষক এই সম্মান তুলে দেন আইপিএস অফিসারদের।

আরও পড়ুন: বিশাল শোভাযাত্রা সহকারে স্বাধীনতা দিবস উদযাপন জয়নগর উওরপাড়া মাদ্রাসা দারুল ফালাহের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের রেড রোডের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল-পড়ুয়ারা পদযাত্রা করবেন। যা এবার স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে। পাশাপাশি এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের শিল্প দফতরের তরফে ও বিশেষ ট্যাবলো প্রদর্শিত হবে বলে এই সূত্রের খবর। মূলত এর মাধ্যমে রাজ্যের বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেওয়া হবে বলেই মনে করছে নবান্নের প্রশাসনিক মহল।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা মমতার

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্য সচিব এক প্রশাসনিক বৈঠকে স্বাধীনতা দিবসের আগেই প্রতিটি জেলায় স্বাধীনতার সংগ্রামীদের মূর্তিগুলি যাতে সংস্কার করা হয়, সেই বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি জেলাগুলিকেও ইতিমধ্যেই বিশেষভাবে নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাধীনতা দিবস পালনের জন্য।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মাংসের দোকান বন্ধে রাজনৈতিক বিতর্ক তীব্র

কলকাতা পুলিশের তরফেও কয়েকটি ট্যাবলো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রদর্শিত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। এবারে স্বাধীনতা দিবসের ট্যাবলো আকারে দুর্গাপুজো বিশেষভাবে জায়গা পেতে চলেছে বলেই সূত্রের খবর। পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত করা হবে রেড রোডে বলেই নবান্ন সূত্রে খবর। গত দুবছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গা বেশি করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এবারের স্বাধীনতা দিবসের দর্শক আসন আগের দুই বছরের তুলনায় অনেকটাই বেশি রাখা হচ্ছে। ফলে অনেক বেশি সংখ্যক মানুষ বসতে পারবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।