০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রশিদ- নবিদের জয়ে সুবাতাস কাবুল জুড়ে, উচ্ছ্বসিত তালিব প্রশাসকরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। নবি, রশিদের এই সাফল্য মাতোয়ারা করেছে তালিবান শাসকদের। উচ্ছসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন তালিব প্রশাসকরা। করেছেন একের পর এক ট্যুইট।

আফগান জয়ে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে লেখেন, ‘দলকে অভিনন্দন এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করছি।’

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

হাক্কানি নেটওয়ার্কের প্রধান তথা আফগানিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই আনাস হাক্কানিও জাতীয় ক্রিকেট দলকে কুর্নিশ জানান।তিনি টুইটে লেখেন, ‘আফগানিস্তান জিতেছে।’ রাষ্ট্রসংঘে তালিবানের প্রতিনিধি সুহেল শাহিন টুইট করে লেখেন, ‘ভালো কাজ করেছে ছেলেরা!’

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

শারজায় জাতীয় দলের সমর্থনে গলাও ফাটান আফগানরা। যুদ্ধ, রক্তাপাত, গোলাগুলি এড়িয়ে রশিদ- নবিদের হাত ধরে আবারও সুবাতাস আফগানিস্তান জুড়ে।

আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে পারেন হামজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রশিদ- নবিদের জয়ে সুবাতাস কাবুল জুড়ে, উচ্ছ্বসিত তালিব প্রশাসকরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। নবি, রশিদের এই সাফল্য মাতোয়ারা করেছে তালিবান শাসকদের। উচ্ছসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন তালিব প্রশাসকরা। করেছেন একের পর এক ট্যুইট।

আফগান জয়ে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে লেখেন, ‘দলকে অভিনন্দন এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করছি।’

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

হাক্কানি নেটওয়ার্কের প্রধান তথা আফগানিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই আনাস হাক্কানিও জাতীয় ক্রিকেট দলকে কুর্নিশ জানান।তিনি টুইটে লেখেন, ‘আফগানিস্তান জিতেছে।’ রাষ্ট্রসংঘে তালিবানের প্রতিনিধি সুহেল শাহিন টুইট করে লেখেন, ‘ভালো কাজ করেছে ছেলেরা!’

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

শারজায় জাতীয় দলের সমর্থনে গলাও ফাটান আফগানরা। যুদ্ধ, রক্তাপাত, গোলাগুলি এড়িয়ে রশিদ- নবিদের হাত ধরে আবারও সুবাতাস আফগানিস্তান জুড়ে।

আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে পারেন হামজা