পুবের কলম, ওয়েবডেস্ক: নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালিবান। ইসলামিক আমিরাতের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামঙ্গানি বলেন, “সরকার এখনও তাদের পরিকাঠামো পুরোপুরি সাজিয়ে তুলতে পারেনি। তবে সম্পূর্ণ ইসলামী নেতৃত্ব থাকা উচিত এবং সব পক্ষেরই যোগদান করা উচিত”।
এক তালিবানি কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের সবাইকে ক্ষমা করেছে তালিবান। নারীদেরও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার এনামুল্লাহ সামঙ্গানি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানান, ইসলামিক আমিরাত চায় না নারীরা নির্যাতনের শিকার হোক।
০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান তালিবানের
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- 56
ট্যাগ :
Taliban women join government
সর্বধিক পাঠিত






















