পুবের কলম, ওয়েবডেস্কঃ তালিবানের কাছে এখন বিশ্বের ৮৫ শতাংশ দেশের চেয়ে বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার বা চপার রয়েছে। মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস এই তথ্য প্রকাশ করেছেন। আফগানিস্তানে সেনা কর্মকর্তা হিসেবে অস্ত্র সরবরাহের দায়িত্বে নিয়োজিত ব্যাঙ্ক বলেন– ‘এই প্রশাসনের অবহেলার কারণে তালিবানের হাতে এখন ৮৫০০ কোটি ডলারের সামরিক সরঞ্জামের মজুদ রয়েছে।’ কংগ্রেসম্যানের মতে– শুধু চোখের পানি আনার মতো ব্যয়বহুল অস্ত্রশস্ত্রই নয়– ব্রিটেন এবং আমেরিকা তালিবানের প্রশিক্ষণের খরচও বহন করেছে– কারণ আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর দলত্যাগী সেনারা তালিবানে যোগদান করে তাদের দল ভারি করেছে। শুধু আধুনিক কপ্টারই নয়– তালিবানের হাতে এসেছে অত্যাধুনিক মাল্টিব্যান্ড ইন্ট্রাটিম রেডিয়ো– যা আমেরিকার অত্যন্ত গোপন এক যোগাযোগ ব্যবস্থা। এই প্রযুক্তি মার্কিন গ্রিন বেরেটসরাই ব্যবহার করা পছন্দ করে। আফগান সরকারি বাহিনীর জন্য এই প্রযুক্তি বরাদ্দ করা হয়েছিল।
০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৮৫ ভাগ দেশের চেয়ে বেশি ব্ল্যাক হক চপার রয়েছে তালিবানের কাছে
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- 214
সর্বধিক পাঠিত





















