১৪ জুন ২০২৫, শনিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা! নয়া নিয়ম জারি ভারতের এই রাজ্যে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্কঃ বহু দেশেই সরকারের তরফে এমন সব নিয়ম আনা হয়, যার জন্য শিরোনামে আসে সেই খবর। ভারতের জনসংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমননি ১৩৩ কোটির ভারত ২০২৫ সালের মধ্যেই ১৬৬ কোটিতে পৌঁছবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্টোদিকে কড়া জন্মনীতি নিয়ন্ত্রণের দরুণ কড়া অনুশাসনের জন্য জনসংখ্যা কমছে চিন ও জাপানে। ফলে অস্তিত্ব সংকটে এই দুই দেশ। তবে ভারতে অস্তিত্ব সংকটে রাজস্থানের মহেশ্বরী সম্প্রদায়। এবার দ্রুত জন্মহার বাড়াতে এক পরিকল্পনা নিয়েছে সম্প্রদায়। এবার তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা। এমনই ঘোষণা করা হয়েছে এই সম্প্রদায়ের তরফে।

তবে  মহেশ্বরী  সম্প্রদায়ের মধ্যে  এই নিয়ম নতুন কিছু নয়। তবে তৃতীয় সন্তান কন্যা হলে তবে মিলত এই প্যাকেজ। তবে এই শর্ত আর থাকছে না। এবার থেকে মহেশ্বরী  সম্প্রদায়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃতীয় সন্তান হলেই দেওয়া হবে ৫০ হাজার টাকা। সমাজে তিন সন্তান নীতি জোরদার করার এই পরিকল্পনাই নিয়েছে রাজস্থানের এই সম্প্রদায়।

সম্প্রতি পুষ্করে একটি বৈঠক হয় মহেশ্বরী সম্প্রদায়ের। সেই বৈঠকের নেতৃত্ব দেন রামকুমারজি ভুটাদা। রাজস্থানের সমস্ত জেলা ও প্রত্যন্ত এলাকা মানুষ এই বৈঠকে যোগ দেন। সেই সঙ্গে এই সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তর চিন্তাভাবনা আলোচনা হয়। সেখানে স্থীর হয়  বিবাহযোগ্য কোনও স্ত্রী ও পুরুষ এই সম্প্রদায়ে আর নেই। এই পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈঠকে জানানো হয়েছে,  যেসব পরিবার তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছে তাদের আলাদা সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা! নয়া নিয়ম জারি ভারতের এই রাজ্যে

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বহু দেশেই সরকারের তরফে এমন সব নিয়ম আনা হয়, যার জন্য শিরোনামে আসে সেই খবর। ভারতের জনসংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমননি ১৩৩ কোটির ভারত ২০২৫ সালের মধ্যেই ১৬৬ কোটিতে পৌঁছবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্টোদিকে কড়া জন্মনীতি নিয়ন্ত্রণের দরুণ কড়া অনুশাসনের জন্য জনসংখ্যা কমছে চিন ও জাপানে। ফলে অস্তিত্ব সংকটে এই দুই দেশ। তবে ভারতে অস্তিত্ব সংকটে রাজস্থানের মহেশ্বরী সম্প্রদায়। এবার দ্রুত জন্মহার বাড়াতে এক পরিকল্পনা নিয়েছে সম্প্রদায়। এবার তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা। এমনই ঘোষণা করা হয়েছে এই সম্প্রদায়ের তরফে।

তবে  মহেশ্বরী  সম্প্রদায়ের মধ্যে  এই নিয়ম নতুন কিছু নয়। তবে তৃতীয় সন্তান কন্যা হলে তবে মিলত এই প্যাকেজ। তবে এই শর্ত আর থাকছে না। এবার থেকে মহেশ্বরী  সম্প্রদায়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃতীয় সন্তান হলেই দেওয়া হবে ৫০ হাজার টাকা। সমাজে তিন সন্তান নীতি জোরদার করার এই পরিকল্পনাই নিয়েছে রাজস্থানের এই সম্প্রদায়।

সম্প্রতি পুষ্করে একটি বৈঠক হয় মহেশ্বরী সম্প্রদায়ের। সেই বৈঠকের নেতৃত্ব দেন রামকুমারজি ভুটাদা। রাজস্থানের সমস্ত জেলা ও প্রত্যন্ত এলাকা মানুষ এই বৈঠকে যোগ দেন। সেই সঙ্গে এই সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তর চিন্তাভাবনা আলোচনা হয়। সেখানে স্থীর হয়  বিবাহযোগ্য কোনও স্ত্রী ও পুরুষ এই সম্প্রদায়ে আর নেই। এই পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈঠকে জানানো হয়েছে,  যেসব পরিবার তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছে তাদের আলাদা সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে।