২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমের আবাসিকদের সরকারি বাসে বিনা পয়সায় ঠাকুর দেখাবে পরিবহণ দফতর

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 88

পুবের কলম প্রতিবেদক: পুজো আসতে হাতে মাত্র কিছুদিন বাকি।  চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এরই মধ্যে  বড় ঘোষণা  করল রাজ্য পরিবহণ দফতর। ঠিক হয়েছে, নবমীর রাতে বৃদ্ধাশ্রমের  আবাসিকদের বিনা পয়সায় বাসে করে ঠাকুর দেখাবে পরিবহণ দফতর।

 

আরও পড়ুন: এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ঘোষণা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশীষ  চক্রবর্তী। তিনি বলেন, যারা বৃদ্ধাবাসে থাকেন  সেই সমস্ত বর্ষীয়ানদের জন্য নবমীর দিন পুজো পরিক্রমার ব্যবস্থা করবে  পরিবহণ দফতর। তার জন্য ভাড়া লাগবে না। বিনা পয়সাতেই  এটা করা হবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শহরে ‘বিশেষ বাস’ পরিষেবা

 

আরও পড়ুন: নতুন সাজে ‘হেরিটেজ ক্যাব’ নাম নিয়ে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি

প্রসঙ্গত, পরিবহণ দফতরের উদ্যোগে দুর্গাপুজোয় কেনাকাটা করতে যাওয়া মানুষদের জন্য শহর ও শহরতলি মিলিয়ে ১০০টি বাস নামানো হবে। রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সরকারি বাস নামানোর সিদ্ধান্ত।  দুই ধাপে ২২০ টি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এ কথা জানান স্নেহাশীষ চক্রবর্তী। তিনি আরও জানান, সাপুরজি-হাওড়া, যাদবপুর- করুণাময়ী রুট-সহ নানান রুটে বাস চালানো হবে। এছাড়া ধর্মতলা থেকে  আসানসোল, দীঘা, বাগনান, করিমপুর ও শ্রীরামপুর বাস যাবে। অন্যদিকে গড়িয়া, দীঘা, টালিগঞ্জ ,মধ্যমগ্রাম, আমতলা ও হাওড়া রুটেও চলবে সরকারি বাস।

 

এ দিন মন্ত্রী অরও ঘোষণা করেন- পুজোর আনন্দকে  আরও রঙিন করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর।  দুর্গাপুজোর দিনগুলিতে রাতেও বাস পাওয়া যাবে বলে জানান পরিবহণমন্ত্রী। নো -এন্ট্রি রাস্তা বাসে অন্যান্য রাস্তায় রাত  বাস চালানো হবে। আর সোমবার থেকেই এই পরিষেবা শুরু হবে বলেও জানান তিনি। কোনোভাবেই যাতে লাগামছাড়া ভাড়া না বাড়ে তাই সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

 

অন্যদিকে কমার্শিয়াল গাড়ির ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম চালু করছে পরিবহণ দফতর। ১ এপ্রিল ২০২০-এর আগের  কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। গাড়ির অবস্থান জানতে বড় কাজ দেবে এই ব্যবস্থা। পুজোয় যে বাসগুলি চালানো হবে তাতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস থাকবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃদ্ধাশ্রমের আবাসিকদের সরকারি বাসে বিনা পয়সায় ঠাকুর দেখাবে পরিবহণ দফতর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: পুজো আসতে হাতে মাত্র কিছুদিন বাকি।  চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এরই মধ্যে  বড় ঘোষণা  করল রাজ্য পরিবহণ দফতর। ঠিক হয়েছে, নবমীর রাতে বৃদ্ধাশ্রমের  আবাসিকদের বিনা পয়সায় বাসে করে ঠাকুর দেখাবে পরিবহণ দফতর।

 

আরও পড়ুন: এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ঘোষণা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশীষ  চক্রবর্তী। তিনি বলেন, যারা বৃদ্ধাবাসে থাকেন  সেই সমস্ত বর্ষীয়ানদের জন্য নবমীর দিন পুজো পরিক্রমার ব্যবস্থা করবে  পরিবহণ দফতর। তার জন্য ভাড়া লাগবে না। বিনা পয়সাতেই  এটা করা হবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শহরে ‘বিশেষ বাস’ পরিষেবা

 

আরও পড়ুন: নতুন সাজে ‘হেরিটেজ ক্যাব’ নাম নিয়ে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি

প্রসঙ্গত, পরিবহণ দফতরের উদ্যোগে দুর্গাপুজোয় কেনাকাটা করতে যাওয়া মানুষদের জন্য শহর ও শহরতলি মিলিয়ে ১০০টি বাস নামানো হবে। রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সরকারি বাস নামানোর সিদ্ধান্ত।  দুই ধাপে ২২০ টি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এ কথা জানান স্নেহাশীষ চক্রবর্তী। তিনি আরও জানান, সাপুরজি-হাওড়া, যাদবপুর- করুণাময়ী রুট-সহ নানান রুটে বাস চালানো হবে। এছাড়া ধর্মতলা থেকে  আসানসোল, দীঘা, বাগনান, করিমপুর ও শ্রীরামপুর বাস যাবে। অন্যদিকে গড়িয়া, দীঘা, টালিগঞ্জ ,মধ্যমগ্রাম, আমতলা ও হাওড়া রুটেও চলবে সরকারি বাস।

 

এ দিন মন্ত্রী অরও ঘোষণা করেন- পুজোর আনন্দকে  আরও রঙিন করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর।  দুর্গাপুজোর দিনগুলিতে রাতেও বাস পাওয়া যাবে বলে জানান পরিবহণমন্ত্রী। নো -এন্ট্রি রাস্তা বাসে অন্যান্য রাস্তায় রাত  বাস চালানো হবে। আর সোমবার থেকেই এই পরিষেবা শুরু হবে বলেও জানান তিনি। কোনোভাবেই যাতে লাগামছাড়া ভাড়া না বাড়ে তাই সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

 

অন্যদিকে কমার্শিয়াল গাড়ির ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম চালু করছে পরিবহণ দফতর। ১ এপ্রিল ২০২০-এর আগের  কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। গাড়ির অবস্থান জানতে বড় কাজ দেবে এই ব্যবস্থা। পুজোয় যে বাসগুলি চালানো হবে তাতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস থাকবে।