সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের, বার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 360
পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশ পালনে রাজ্য সরকার বাধ্য বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ফলে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বলেন, এটা সরকারি নির্দেশ নয়। “পরীক্ষা দেব না বলে কোনও লাভ নেই। আমরা চাই না একজনেরও চাকরি যাক।”
সুপ্রিম নির্দেশ অনুসারে চাকরিহারাদের নতুন করে পরীক্ষায় বসতেই হবে। ফের পরীক্ষায় বসা নিয়ে আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের। চাকরিহারা শিক্ষকরা পরীক্ষা দেবেন না এই মর্মে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে একাধিকবার চিঠি দেওয়া হয়।
মঙ্গলবারের নবান্ন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পরীক্ষায় বসতেই হবে। তাঁর কথায়, “চাকরি বাতিলটা সরকারের অর্ডার নয়। আমরা সুপ্রিম কোর্টে কারও চাকরি যাওয়ার কথা বলিনি। কিছু স্বার্থপর মানুষ এই পরিস্থিতি তৈরি করেছে। পরীক্ষা দেব না বলে কোনও লাভ নেই। সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সব অপশন কাজে লাগান। আসল লক্ষ্য আমাদের চাকরি ফিরে পাওয়া।”
সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে বলেও এদিন জানান তিনি।
“We have filed the review petition at the appropriate time, and the matter remains pending before the Hon’ble Supreme Court. We do not want eligible teachers to lose their jobs. In compliance with the Court’s order, the notification will be issued by May 31.”
– Smt.… pic.twitter.com/bFAdeG12zf— All India Trinamool Congress (@AITCofficial) May 27, 2025