০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সংকটে আফগানিস্তান ত্রাণ পাঠাল রাষ্ট্রসংঘ

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
  • / 98

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ১১৫০ জনের মধ্যে বহু শিশুও রয়েছে। সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন আফগান চিকিৎসাকর্মীরা। তালিবানের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্য দেশটিতে বহু টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) একটি বিবৃতিতে জানায়, কবলিত এলাকায় পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে ৬০০টি তাঁবু, ৪২০০টি কম্বল, ১২০০টি পানির পাত্র, ১২০০টি বালতি, ১২০০টি প্লাস্টিকের শীট, ৬০০টি রান্নাঘরের সেট এবং ১২০০টি সোলার ল্যাম্প। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার নয়টি ট্রাকে করে কাবুল থেকে এই সরবরাহ পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: T-20-তে ইতিহাস, সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ

বুধবার, ৬.১ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব ও দক্ষিণ- পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে ১১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলি হল পাকতিকা এবং খোস্ত। কর্মকর্তারা বলছেন, শুক্রবারের একটি আফটারশকেও বহু মানুষ নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সদস্যরা মাঠে নেমেছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

 

আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে উদ্ধারকার্যে অপারেশন ‘ব্রহ্মা’

আফগানিস্তানের ইউনিসেফ প্রতিনিধি মুহাম্মদ আয়োয়া রাজধানী কাবুল থেকে বলেছেন, ইউনিসেফ জরুরি ওষুধ ও চিকিৎসা সরবরাহ করছে, সেইসঙ্গে ডায়েরিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এবং কলেরার বিস্তার রোধে সাহায্য করার জন্য কিট সরবরাহ করছে। ক্ষতিগ্রস্ত পানি ও সীমিত স্বাস্থ্যব্যবস্থার কারণে তাদের বড় রকমের ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, গত ২০ বছরের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের সময় দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে অনেক লোক মাটির ঘরে ঘুমোচ্ছিল। কিছু এলাকায় গোটা গোটা পরিবার মাটি চাপা পড়ে মারা গেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংকটে আফগানিস্তান ত্রাণ পাঠাল রাষ্ট্রসংঘ

আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ১১৫০ জনের মধ্যে বহু শিশুও রয়েছে। সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন আফগান চিকিৎসাকর্মীরা। তালিবানের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্য দেশটিতে বহু টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) একটি বিবৃতিতে জানায়, কবলিত এলাকায় পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে ৬০০টি তাঁবু, ৪২০০টি কম্বল, ১২০০টি পানির পাত্র, ১২০০টি বালতি, ১২০০টি প্লাস্টিকের শীট, ৬০০টি রান্নাঘরের সেট এবং ১২০০টি সোলার ল্যাম্প। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার নয়টি ট্রাকে করে কাবুল থেকে এই সরবরাহ পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: T-20-তে ইতিহাস, সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ

বুধবার, ৬.১ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব ও দক্ষিণ- পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে ১১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলি হল পাকতিকা এবং খোস্ত। কর্মকর্তারা বলছেন, শুক্রবারের একটি আফটারশকেও বহু মানুষ নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সদস্যরা মাঠে নেমেছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

 

আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে উদ্ধারকার্যে অপারেশন ‘ব্রহ্মা’

আফগানিস্তানের ইউনিসেফ প্রতিনিধি মুহাম্মদ আয়োয়া রাজধানী কাবুল থেকে বলেছেন, ইউনিসেফ জরুরি ওষুধ ও চিকিৎসা সরবরাহ করছে, সেইসঙ্গে ডায়েরিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এবং কলেরার বিস্তার রোধে সাহায্য করার জন্য কিট সরবরাহ করছে। ক্ষতিগ্রস্ত পানি ও সীমিত স্বাস্থ্যব্যবস্থার কারণে তাদের বড় রকমের ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, গত ২০ বছরের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের সময় দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে অনেক লোক মাটির ঘরে ঘুমোচ্ছিল। কিছু এলাকায় গোটা গোটা পরিবার মাটি চাপা পড়ে মারা গেছে।