১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায়, বাংলাদেশকে ২৫ লাখ মর্ডানা টিকা পাঠাবে যুক্তরাষ্ট্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২৫ লাখ মর্ডানা টিকা পাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে এই করোনা ভাইরাসের এই টিকা প্রেরণ করা হচ্ছে। শনিবার এমনটাই ট্যুইট করে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট। ট্যুইটে তিনি লিখেছেন, খুব খুশির খবর, বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনা টিকার পাঠাবে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: আফগানের সমর্থনে তালিবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে আমেরিকা

প্রসঙ্গত, গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স পাঠানো যুক্তরাষ্ট্রের মর্ডানার তৈরি করোনার ২৫ লাখ ডোজ ১০ দিনের মধ্যে বাংলাদেশে আসবে।

কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। গত ২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮ টি দেশকে নুতন করে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্র তার মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা মোকাবিলায়, বাংলাদেশকে ২৫ লাখ মর্ডানা টিকা পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২৫ লাখ মর্ডানা টিকা পাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে এই করোনা ভাইরাসের এই টিকা প্রেরণ করা হচ্ছে। শনিবার এমনটাই ট্যুইট করে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট। ট্যুইটে তিনি লিখেছেন, খুব খুশির খবর, বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনা টিকার পাঠাবে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: আফগানের সমর্থনে তালিবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে আমেরিকা

প্রসঙ্গত, গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স পাঠানো যুক্তরাষ্ট্রের মর্ডানার তৈরি করোনার ২৫ লাখ ডোজ ১০ দিনের মধ্যে বাংলাদেশে আসবে।

কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। গত ২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮ টি দেশকে নুতন করে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্র তার মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত।