২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মে’র মধ্যে যুদ্ধ শেষ হবে, ধারণা ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 108

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক : মে মাসের প্রথম দিকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মনে করেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই ভবিষ্যতবাণী করেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়ত এর আগেও শান্তি চুক্তি সম্ভব। এ খবর দিয়েছে আল-জাজিরা।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

যদিও এর আগে পরপর চারবার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ভার্চুয়ালি আলোচনায় বসলেও তা কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হবে। তবে এ আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইহোর ঝোভকভা গতকাল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষসীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মে মাসের মধ্যে শেষ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোভিচ এমন ধারণার কথা জানিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অ্যারিস্টোভিচকে বলতে শোনা যায়, ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রকৃত বিষয় নির্ভর করবে রাশিয়ার কী পরিমাণ রসদ (রিসোর্স) রয়েছে; ক্রেমলিন কোন পর্যন্ত এই ক্যাম্পেইন করতে চায় তার ওপর।

 

তিনি বলেন, আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত। মে’র আগেই চুক্তি হবে প্রত্যাশা করে তিনি বলেন, এক দুই সপ্তাহের মধ্যে সৈনা প্রত্যাহারসহ একটি শান্তিচুক্তি হবে। তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা বলেও মন্তব্য করেন তিনি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মে’র মধ্যে যুদ্ধ শেষ হবে, ধারণা ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক : মে মাসের প্রথম দিকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মনে করেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই ভবিষ্যতবাণী করেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়ত এর আগেও শান্তি চুক্তি সম্ভব। এ খবর দিয়েছে আল-জাজিরা।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

যদিও এর আগে পরপর চারবার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ভার্চুয়ালি আলোচনায় বসলেও তা কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হবে। তবে এ আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইহোর ঝোভকভা গতকাল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষসীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মে মাসের মধ্যে শেষ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোভিচ এমন ধারণার কথা জানিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অ্যারিস্টোভিচকে বলতে শোনা যায়, ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রকৃত বিষয় নির্ভর করবে রাশিয়ার কী পরিমাণ রসদ (রিসোর্স) রয়েছে; ক্রেমলিন কোন পর্যন্ত এই ক্যাম্পেইন করতে চায় তার ওপর।

 

তিনি বলেন, আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত। মে’র আগেই চুক্তি হবে প্রত্যাশা করে তিনি বলেন, এক দুই সপ্তাহের মধ্যে সৈনা প্রত্যাহারসহ একটি শান্তিচুক্তি হবে। তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা বলেও মন্তব্য করেন তিনি।