১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জুতোও খেতে হল পার্থকে! স্বাস্থ্য পরীক্ষার শেষে হাসপাতাল থেকে বের করার সময় জুতো ছুঁড়লেন মহিলা

 

পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত জুতোও খেতে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কে। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ – অর্পিতাকে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

কিন্তু মেডিক্যাল টেস্ট শেষ করে গাড়িতে তোলার আগেই যত বিপত্তি। হটাৎ করেই এক মহিলা জুতো ছুঁড়ে মারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। যদিও জুতো পার্থ বাবুর গায়ে লাগেনি। এরকম ঘটনায় স্বাভাবিক ভাবেই সকলে হতচকিত হয়ে যান। ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ই। বাড়ি আমতলায়।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

কেন জুতো মারলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মহিলা প্রথমে বলেন তাঁর রোগী ভর্তি আছে, ওষুধ কিনতে যেতে হবে। পরে বলেন ” ওনারা গরীব মানুষের কোটি কোটি টাকা লুঠ করেছেন, তা রাখার জন্য ফ্ল্যাটও কিনেছেন। ওনাকে কেন এসি গাড়ি আর হুইল চেয়ারে আনা হচ্ছে। দড়ি বেঁধে টেনে আনা হোক”। ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর আরও সংযোজন জুতোটা যদি ওনার টাকে গিয়ে লাগতো তাহলে বড্ড খুশি হতেন।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

 

সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে জুতোও খেতে হল পার্থকে! স্বাস্থ্য পরীক্ষার শেষে হাসপাতাল থেকে বের করার সময় জুতো ছুঁড়লেন মহিলা

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত জুতোও খেতে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কে। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ – অর্পিতাকে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

কিন্তু মেডিক্যাল টেস্ট শেষ করে গাড়িতে তোলার আগেই যত বিপত্তি। হটাৎ করেই এক মহিলা জুতো ছুঁড়ে মারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। যদিও জুতো পার্থ বাবুর গায়ে লাগেনি। এরকম ঘটনায় স্বাভাবিক ভাবেই সকলে হতচকিত হয়ে যান। ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ই। বাড়ি আমতলায়।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

কেন জুতো মারলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মহিলা প্রথমে বলেন তাঁর রোগী ভর্তি আছে, ওষুধ কিনতে যেতে হবে। পরে বলেন ” ওনারা গরীব মানুষের কোটি কোটি টাকা লুঠ করেছেন, তা রাখার জন্য ফ্ল্যাটও কিনেছেন। ওনাকে কেন এসি গাড়ি আর হুইল চেয়ারে আনা হচ্ছে। দড়ি বেঁধে টেনে আনা হোক”। ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর আরও সংযোজন জুতোটা যদি ওনার টাকে গিয়ে লাগতো তাহলে বড্ড খুশি হতেন।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন