২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জোরকদমে চলছে নেতাজিকে নিয়ে ট্যাবলো তৈরির কাজ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 50

পুবের কলম প্রতিবেদকঃ নেতাজির ট্যাবলো নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্ররাজ্য সংঘাতও দেখা গিয়েছে। গতকাল রেড রোডের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির ট্যাবলোকে ব্রাত্য করা হলেও রাজ্যের কুচকাওয়াজে জায়গা পাবে এই বিশেষ ট্যাবলো। করোনা আবহে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ বছর উদযাপন উপলক্ষে তৈরি করা হচ্ছে এই বিশেষ ট্যাবলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই ইতিমধ্যেই ময়দানে এই ট্যাবলো উপস্থাপনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাবের উল্টোদিকে তথ্য সংস্কৃতি  দফতরের উদ্যোগে তৈরি করা হচ্ছে এই ট্যাবলো। কি থাকছে নেতাজির এইটা বলতে। সামনে এবং পিছনে থাকছে দুটি নেতাজির মূর্তি। দুটি তৈরি করা হয়েছে কুমারটুলিতে। এর মধ্যে একটি আবক্ষ মূর্তি। আর অন্যটি পূর্ণাবয়ব মূর্তি। গত ১৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে একটু একটু করে গড়ে তোলা হচ্ছে এই ট্যাবলো। এখানে সুভাষচন্দ্র বসু ছাড়াও থাকছেন গান্ধীজী রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ মাতঙ্গিনী হাজরা সূর্য সেনের ছবি। ট্যাবলোর দু’পাশে লেখা থাকছে জয়তু নেতাজি। আর এর মাঝের অংশে ছাত্রছাত্রীদের একটা দল থাকবে যারা ট্যাবলোতে দাঁড়িয়ে নেতাজিকে স্মরণ করবে। ট্যাবলোর উপরে থাকছে একটা বিশাল আকার জায়ান্ট স্ক্রিন সেখানে নেতাজির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

এর পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও করোনাকালীন পরিস্থিতিতে জনগণের সতর্কতার জন্য মাস্ক পরার বার্তা দিয়ে একটি ট্যাবলো তৈরি করা হচ্ছে। যে ট্যাবলোর সামনে থাকছে মাস্ক পরার বার্তা। থাকছে মুখ্যমন্ত্রীর ছবি। এখানে সেভ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। এদিন দুপুর পর্যন্ত দুটি ট্যাবলোই ৬০¬ তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে আগামী কালকের মধ্যেই ট্যাবলো দুটি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন: রেড রোডে ঈদের নামাযে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন: জানুয়ারির শেষে প্রাথমিকের টেটের সম্ভ্যাব্য ফল

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোরকদমে চলছে নেতাজিকে নিয়ে ট্যাবলো তৈরির কাজ

আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ নেতাজির ট্যাবলো নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্ররাজ্য সংঘাতও দেখা গিয়েছে। গতকাল রেড রোডের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির ট্যাবলোকে ব্রাত্য করা হলেও রাজ্যের কুচকাওয়াজে জায়গা পাবে এই বিশেষ ট্যাবলো। করোনা আবহে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ বছর উদযাপন উপলক্ষে তৈরি করা হচ্ছে এই বিশেষ ট্যাবলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই ইতিমধ্যেই ময়দানে এই ট্যাবলো উপস্থাপনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাবের উল্টোদিকে তথ্য সংস্কৃতি  দফতরের উদ্যোগে তৈরি করা হচ্ছে এই ট্যাবলো। কি থাকছে নেতাজির এইটা বলতে। সামনে এবং পিছনে থাকছে দুটি নেতাজির মূর্তি। দুটি তৈরি করা হয়েছে কুমারটুলিতে। এর মধ্যে একটি আবক্ষ মূর্তি। আর অন্যটি পূর্ণাবয়ব মূর্তি। গত ১৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে একটু একটু করে গড়ে তোলা হচ্ছে এই ট্যাবলো। এখানে সুভাষচন্দ্র বসু ছাড়াও থাকছেন গান্ধীজী রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ মাতঙ্গিনী হাজরা সূর্য সেনের ছবি। ট্যাবলোর দু’পাশে লেখা থাকছে জয়তু নেতাজি। আর এর মাঝের অংশে ছাত্রছাত্রীদের একটা দল থাকবে যারা ট্যাবলোতে দাঁড়িয়ে নেতাজিকে স্মরণ করবে। ট্যাবলোর উপরে থাকছে একটা বিশাল আকার জায়ান্ট স্ক্রিন সেখানে নেতাজির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

এর পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও করোনাকালীন পরিস্থিতিতে জনগণের সতর্কতার জন্য মাস্ক পরার বার্তা দিয়ে একটি ট্যাবলো তৈরি করা হচ্ছে। যে ট্যাবলোর সামনে থাকছে মাস্ক পরার বার্তা। থাকছে মুখ্যমন্ত্রীর ছবি। এখানে সেভ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। এদিন দুপুর পর্যন্ত দুটি ট্যাবলোই ৬০¬ তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে আগামী কালকের মধ্যেই ট্যাবলো দুটি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন: রেড রোডে ঈদের নামাযে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন: জানুয়ারির শেষে প্রাথমিকের টেটের সম্ভ্যাব্য ফল