০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবির শাহী মসজিদে বিশ্বের তৃতীয় বড় ইফতার মজলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 94

পুবের কলম ওয়েবডেস্কঃ  সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একটি মসজিদ হল শাহী মসজিদ। এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রয়েছে। প্রতিবছর বিশ্বের নানান প্রান্ত থেকে ৫৫ লক্ষরও বেশি পর্যটক এই মসজিদ দেখতে আসেন। রমযান মাসে হাজার হাজার রোযাদার এখানে সমবেত হয়। আর এটি মক্কা ও মদিনার পর বিশ্বের তৃতীয় বড় ইফতার আয়োজনের গরিমা লাভ করেছে। একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০ হাজার রোযাদার এখানে ইফতার করতে আসেন। ইফতার প্যাকেটে থাকে বিরিয়ানি, স্যালাড, জুস, আপেল, খেজুর সহ আরও অনেক খাবার। ইফতারসামগ্রী তৈরির কাজে নিযুক্ত রয়েছেন কমপক্ষে ৩৫০ জন রাঁধুনি সহ ৪৫০ জন সহযোগী এবং ১৬০ স্বেচ্ছাসেবক। সূর্যাস্তের আগে ইফতার বিতরণের জন্য হাজার হাজার কর্মী একসঙ্গে কাজ করেন। মসজিদ সংলগ্ন একটি হোটেলে এই ইফতার তৈরি করা হয়। প্রতিদিন রান্নার জন্য নিয়ে আসা হয় ৭০০০ কেজি চাল, ৭০০০ কেজি সবজি, ১০০০০ কেজি চিকেন, ৬০০০ কেজি মাটন ইত্যাদি। প্রতিটি পদের রান্নার জন্য এক একটি টিম করে দেওয়া হয়েছে। প্রতি বছর আবু ধাবির শাহী মসজিদ চত্বর সাক্ষী থাকছে এই বৃহত্তম ইফতার মজলিশের।
করোনা মহামারীর আগে, মসজিদের প্রাঙ্গণ ভরে থাকত মুসল্লি ও রোযাদারদের ভিড়ে। কিন্তু গত দুই বছরে সেটা পুরোপুরি বদলে গিয়েছিল। এবছর আবার চোখে পড়ছে সেই পরিচিত দৃশ্য। ইফতারের সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই রোযাদারদের মসজিদে আগমন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। মসজিদের বাগানে স্থাপিত শীতাতাপ নিয়ন্ত্রিত ১১টি বিশেষ তাঁবুতে সবাই ইফতার করার জন্য বসেন।

আরও পড়ুন: আবুধাবির শেখ জায়েদ মসজিদে ট্রাম্প

আরও পড়ুন: ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন বিশ্বে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবুধাবির শাহী মসজিদে বিশ্বের তৃতীয় বড় ইফতার মজলিশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একটি মসজিদ হল শাহী মসজিদ। এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রয়েছে। প্রতিবছর বিশ্বের নানান প্রান্ত থেকে ৫৫ লক্ষরও বেশি পর্যটক এই মসজিদ দেখতে আসেন। রমযান মাসে হাজার হাজার রোযাদার এখানে সমবেত হয়। আর এটি মক্কা ও মদিনার পর বিশ্বের তৃতীয় বড় ইফতার আয়োজনের গরিমা লাভ করেছে। একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩০ হাজার রোযাদার এখানে ইফতার করতে আসেন। ইফতার প্যাকেটে থাকে বিরিয়ানি, স্যালাড, জুস, আপেল, খেজুর সহ আরও অনেক খাবার। ইফতারসামগ্রী তৈরির কাজে নিযুক্ত রয়েছেন কমপক্ষে ৩৫০ জন রাঁধুনি সহ ৪৫০ জন সহযোগী এবং ১৬০ স্বেচ্ছাসেবক। সূর্যাস্তের আগে ইফতার বিতরণের জন্য হাজার হাজার কর্মী একসঙ্গে কাজ করেন। মসজিদ সংলগ্ন একটি হোটেলে এই ইফতার তৈরি করা হয়। প্রতিদিন রান্নার জন্য নিয়ে আসা হয় ৭০০০ কেজি চাল, ৭০০০ কেজি সবজি, ১০০০০ কেজি চিকেন, ৬০০০ কেজি মাটন ইত্যাদি। প্রতিটি পদের রান্নার জন্য এক একটি টিম করে দেওয়া হয়েছে। প্রতি বছর আবু ধাবির শাহী মসজিদ চত্বর সাক্ষী থাকছে এই বৃহত্তম ইফতার মজলিশের।
করোনা মহামারীর আগে, মসজিদের প্রাঙ্গণ ভরে থাকত মুসল্লি ও রোযাদারদের ভিড়ে। কিন্তু গত দুই বছরে সেটা পুরোপুরি বদলে গিয়েছিল। এবছর আবার চোখে পড়ছে সেই পরিচিত দৃশ্য। ইফতারের সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই রোযাদারদের মসজিদে আগমন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। মসজিদের বাগানে স্থাপিত শীতাতাপ নিয়ন্ত্রিত ১১টি বিশেষ তাঁবুতে সবাই ইফতার করার জন্য বসেন।

আরও পড়ুন: আবুধাবির শেখ জায়েদ মসজিদে ট্রাম্প

আরও পড়ুন: ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন বিশ্বে