৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিডনি প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে চুরি!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 14

পুবের কলম প্রতিবেদক: কিডনি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন লেকটাউনের এক বাসিন্দা। তাতে দেওয়া হয়েছিল ফোন নম্বরও। আর সেই ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ হয় এক ব্যক্তির। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিডনি প্রতিস্থাপনের। কিন্তু দেখা গেল উলটো ঘটনা। কিডনি দেওয়ার নামে চুরি করলেন তিনি। উত্তরপ্রদেশের এক ব্যক্তির নামে এমনই অভিযোগ উঠেছে।

যা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে লেকটাউন এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অবশ্য উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতারও করেছে।

জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি লেকটাউন থানার গোলাঘাটার বাসিন্দা অমিত কুমার মোদি থানায় অভিযোগ করেন, কিডনি প্রতিস্থাপনের জন্য তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন।

সেই সূত্রে কয়েক মাস আগে উত্তরপ্রদেশের ভরতপুর মোরাদাবাদের আজিজুল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়। তাদের মধ্যে চুক্তিও হয়েছিল। জানুয়ারি মাসেই কিডনিদাতা অভিযোগকারীর বাড়িতে আসেন। অভিযোগকারীর শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছেন  আজিজুল নগদ প্রায় দেড় লক্ষ টাকা  ক্রেডিট কার্ড, সোনার গয়না ইত্যাদি চুরি করেছে।

এ দিকে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ। বিভিন্ন সূত্রে মারফত গত সোমবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনদিনের রিমান্ডে তাকে কলকাতা আনা হয়।

বুধবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়েছিল। এ দিন পুলিশের তরফে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে বলে খবর। জানা গিয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে— ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না। কিডনিদাতা ও গ্রহীতার মধ্যে কী শর্ত হয়েছিল তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিডনি প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে চুরি!

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: কিডনি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন লেকটাউনের এক বাসিন্দা। তাতে দেওয়া হয়েছিল ফোন নম্বরও। আর সেই ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ হয় এক ব্যক্তির। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিডনি প্রতিস্থাপনের। কিন্তু দেখা গেল উলটো ঘটনা। কিডনি দেওয়ার নামে চুরি করলেন তিনি। উত্তরপ্রদেশের এক ব্যক্তির নামে এমনই অভিযোগ উঠেছে।

যা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে লেকটাউন এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অবশ্য উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতারও করেছে।

জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি লেকটাউন থানার গোলাঘাটার বাসিন্দা অমিত কুমার মোদি থানায় অভিযোগ করেন, কিডনি প্রতিস্থাপনের জন্য তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন।

সেই সূত্রে কয়েক মাস আগে উত্তরপ্রদেশের ভরতপুর মোরাদাবাদের আজিজুল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়। তাদের মধ্যে চুক্তিও হয়েছিল। জানুয়ারি মাসেই কিডনিদাতা অভিযোগকারীর বাড়িতে আসেন। অভিযোগকারীর শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছেন  আজিজুল নগদ প্রায় দেড় লক্ষ টাকা  ক্রেডিট কার্ড, সোনার গয়না ইত্যাদি চুরি করেছে।

এ দিকে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ। বিভিন্ন সূত্রে মারফত গত সোমবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনদিনের রিমান্ডে তাকে কলকাতা আনা হয়।

বুধবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়েছিল। এ দিন পুলিশের তরফে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে বলে খবর। জানা গিয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে— ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না। কিডনিদাতা ও গ্রহীতার মধ্যে কী শর্ত হয়েছিল তা-ও খতিয়ে দেখছে পুলিশ।